মালদা , ৫ জানুয়ারি। ২৬ জানুয়ারি প্রজাতন্ত্র দিবস কিভাবে উদযাপিত হবে, তা নিয়ে জেলা প্রশাসনিক ভবনে একটি বৈঠক অনুষ্ঠিত হলো। করোনা সংক্রমনের মধ্যে রাজ্য সরকারের যে বিধি-নিষেধ জারি করা হয়েছে তার মধ্যে প্রজাতন্ত্র দিবস কিভাবে পালন করা যায়, তা নিয়ে বুধবার জেলা কালেক্টর বিল্ডিং-এর কনফারেন্স রুমে পুলিশ ও প্রশাসনের কর্তারা একটি বৈঠক করেন। তাতে বিভিন্ন বিষয় উঠে এসেছে। বৈঠক শেষে জেলা প্রশাসনের পদস্থ এক কর্তা জানিয়েছেন, আগামী ২৬ জানুয়ারি প্রজাতন্ত্র দিবসের দিন কি ধরনের কর্মসূচি নেওয়া যাবে। কারা এদিন পার্টিসিপেট করবে সবকিছু নিয়েই প্রাথমিকপর্যায়ে একটা আলোচনা হয়েছে। তবে পুরো কর্মসূচিটি নির্ভর করছে রাজ্য প্রশাসনের নির্দেশে ওপর। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশ মোতাবেক প্রজাতন্ত্র দিবস পালন করা হবে।
Thank you for reading this post, don't forget to subscribe!