“বান্দোয়ান কোভিড হেলপ্লাইন”


সহদেব পরামাণিক : বান্দোয়ান ব্লকের BDO সাহেবের ঐকান্তিক প্রচেষ্টায় গড়ে ওঠা “বান্দোয়ান কোভিড হেলপ্লাইন ” এর পক্ষ থেকে বান্দোয়ান শহরের পথে চলতি মানুষজন ও স্থানীয় বাসিন্দাদের করোণা সংক্রমণ প্রতিরোধে সচেতনতার বার্তা দিতে দেখা যায় । জানা যায় বান্দোয়ান ব্লক প্রশাসন ও শিক্ষক-শিক্ষিকাদের যৌথ উদ্যোগে গড়ে ওঠা কোভিড হেল্পলাইন এর সদস্যগণ করোনার প্রাক্কাল থেকেই কোভিড মোকাবিলায় কাজ করে যাচ্ছেন । বান্দোয়ান শহরের পথ চলতি মানুষজন ও স্থানীয় দোকানদারদের সচেতন করেন যাতে মাস্ক স্যানিটাইজার ব্যবহার করেন বিশেষ প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে না আসেন এবং স্বাস্থ্যবিধি মেনে চলাচল করেন এছাড়া এদিন পথচলতি যেসব মানুষজনের মাস্ক নেই তাদের মাক্স বিতরণ করতে দেখা যায় । প্রসঙ্গত উল্লেখ্য করোনাকালীন কঠিন পরিস্থিতিতে একপ্রকার জীবনের ঝুঁকি নিয়েই সদস্যগণ মানব সেবায় নিজেদের নিয়োজিত করেছেন , করোনা সংক্রমণ মোকাবিলায় কখনো অক্সিজেন কখনো আবার ওষুধ পথ্য নিয়ে ছুটে গিয়েছেন আক্রান্তদের পাশে বলে জানান কোভিড হেল্পলাইনের সদস্য শিক্ষক কমলাকান্ত মন্ডল ।

Thank you for reading this post, don't forget to subscribe!

About The Author


Verified by MonsterInsights