খেজুরিতে আক্রান্ত পরিবারের সাথে দেখা করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী


খেজুরিঃ ১লা জানুয়ারি তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা দিবস। আর সেই দিন খেজুরিতে তৃণমূল ও বিজেপির মধ্যে রাজনৈতিক সংঘর্ষ বোমাবাজি ঘটনায় দুজনের মৃত্যু ও বেশ কয়েকজন আহত হয়। সেই ঘটনার কয়েকদিন কেটে যাওয়ার পর বৃহস্পতিবার খেজুরিতে বিজেপির আক্রান্ত পরিবারের সাথে দেখা করতে এলাকায় যান নন্দীগ্রামের বিধায়ক তথা রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এদিন এলাকার আক্রান্তদের সাথে দেখা করার পর তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, ২১শের বিধানসভা নির্বাচনে বিজেপিকে সমর্থন করেছে এলাকার মানুষ। তাই পুলিশ প্রশাসনকে কাজে লাগিয়ে তৃণমূলের দুষ্কৃতিরা বিরোধীদের মারধর করে ক্ষমতা দখলের চেস্টা করছে। বর্তমান সময়ে কোনো নির্বাচন নেই। তাসত্ত্বেও তৃণমূলের দুষ্কৃতিরা এলাকায় অশান্তি সৃষ্টি করে চলেছে। এলাকায় শান্তি বজায় রাখতে এলাকার মানুষকে একজোট হয়ে থাকার কথা যেমন জানালাম তেমনি তাদের পাশে থাকার প্রতিশ্রুতিও দিলাম। রাজ্যে তৃণমূল ক্ষমতায় থাকায় এলাকায় এলাকায় অশান্তি সৃষ্টি করে চলেছে। তার জবাব আগামী নির্বাচনে সাধারন মানুষ দেবে।।

Thank you for reading this post, don't forget to subscribe!

About The Author


Verified by MonsterInsights