ময়নাগুড়িতে গুয়াহাটি-বিকান এক্সপ্রেসের একাধিক বগি লাইনচ্যুত, বহু যাত্রীর হতাহতের আশঙ্কা


বিশ্বজিৎ নাথঃ উত্তরবঙ্গে ভয়াবহ ট্রেন দুর্ঘটনা। বৃহস্পতিবার বিকেল পাঁচটা নাগাদ ময়নাগুড়ির দোমহনী এলাকায় ওভারব্রিজের নীচে গুয়াহাটি-বিকান এক্সপ্রেসের একাধিক বগি লাইনচ্যুত হয়। একটি বগির ওপর আরেকটি বগি উঠে যায়। বিকট শব্দ শুনে ছুটে এসে স্থানীয়রা প্রথমে উদ্ধার কার্যে হাত লাগান। তারপর রেলের উদ্ধারকারী টিম, পুলিশ ও দমকল কর্মীরা তৎপরতার সঙ্গে উদ্ধার কার্য শুরু করেন। এমারজেন্সি জানলা দিয়ে যাত্রীদের বের করা হয়। তাছাড়া আটকে পড়া যাত্রীদের গ্যাস কাটার দিয়ে কেটে কামরার বাইরে আনা হয়। আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য আলিপুরদুয়ার মহকুমা হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনাস্থলে হাজির হয়েছেন রেলের উচ্চপদস্থ অধিকারিকরা। কি কারণে এই দুর্ঘটনা, তা খতিয়ে দেখছেন রেল অধিকারিকরা। আলিপুরদুয়ারের ডি আর এম দিলীপ কুমার সিং জানান, একটি কোচ উল্টে গেছে। বাকি তিনটি কামরা লাইনচ্যুত হয়েছে। জলপাইগুড়ির জেলাশাসক মৌমিতা গোদারা বসু জানান, দুর্ঘটনাগ্রস্ত কামরা থেকে তিনজনের দেহ উদ্ধার করা হয়েছে।

Thank you for reading this post, don't forget to subscribe!

About The Author


Verified by MonsterInsights