*INR 17000 মূল্যের বার্ষিক সাবস্ক্রিপশন এয়ারটেল গ্রাহকেরা বিনামূল্যে পাবেন
Thank you for reading this post, don't forget to subscribe!কলকাতা, 17ই জুলাই, 2025: ভারতী এয়ারটেল তাদের 36 কোটি গ্রাহককে বিনামূল্যে পারপ্লেক্সিটি প্রো-এর 12 মাসের সাবস্ক্রিপশন দেওয়ার জন্য পারপ্লেক্সিটিকে নিজেদের পার্টনার বানিয়েছে। পারপ্লেক্সিটি একটি এআই-চালিত সার্চ ও আনসার ইঞ্জিন যা বাস্তব সময়ে নির্ভুল ও গভীরভাবে গবেষণা করা উত্তর ব্যবহারকারীর কথ্য ভাষায় জানাতে পারে। এটি গ্রাহকের অনুসন্ধানকে ওয়েব পেজের তালিকার বদলে সহজে পড়তে পারা উত্তরে পরিণত করে, যা ব্যবহারকারীর প্রয়োজন অনুযায়ী নিখুঁত ফলাফল পাওয়ার জন্য স্ব-শিক্ষিত এআই-টুলের মাধ্যমে পুনরাবৃত্তি করা যায়। পারপ্লেক্সিটির একটি বিনামূল্যের সংস্করণ রয়েছে যা শক্তিশালী সার্চ ফাংশন দেয়, অন্যদিকে প্রো ভার্সন পেশাদার ও অত্যধিক ব্যবহার করা ব্যক্তিদের জন্য সম্প্রসারিত ক্ষমতা দেয়। পারপ্লেক্সিটি প্রো-এর সাথে ব্যবহারকারী প্রতি আরও বেশি দৈনিক প্রো সার্চ করা যায়, উন্নত এআই মডেল (যেমন, GPT 4.1, Claude)-এর উপলব্ধতা পাওয়া যায় এবং সুনির্দিষ্ট মডেল, গভীর গবেষণা, ইমেজ উৎপাদন, ফাইল আপলোড ও বিশ্লেষণ বেছে নেওয়া যায়, সেইসঙ্গে পারপ্লেক্সিটি ল্যাবও ব্যবহার করা যায়, এই অভিনব টুল ভাবনাকে বাস্তব করে তোলে। পারপ্লেক্সিটি প্রো আন্তর্জাতিকভাবে বার্ষিক *INR 17000 মূল্যে লাভ করা যায়। *Rs. 17000 মূল্যের এই প্রো সাবস্ক্রিপশন, এখন সকল এয়ারটেল গ্রাহক (মোবাইল, ওয়াই-ফাই, ডিটিএইচ) এক বছরের জন্য বিনামূল্যে পেয়ে যাবেন। পারপ্লেক্সিটি এই প্রথম একটি ভারতীয় টেলিকম কোম্পানির পার্টনার হচ্ছে। সকল এয়ারটেল ব্যবহারকারী এয়ারটেল থ্যাঙ্কস অ্যাপে লগ ইন করে এই অফার লাভ করতে পারবেন।
পার্টনারশিপের বিষয়ে কথা বলার সময় ভারতী এয়ারটেলের ভাইস চেয়ারম্যান ও ম্যানেজিং ডিরেক্টর গোপাল ভিট্টল জানান, “পারপ্লেক্সিটির সাথে এক অবিশ্বাস্য পার্টনারশিপের ব্যাপারে ঘোষণা করতে পেরে, তাদের অত্যাধুনিক এআই ক্ষমতা বিশেষভাবে এয়ারটেল গ্রাহকদের কাছে নিয়ে আসতে পেরে আমরা অত্যন্ত আনন্দিত বোধ করছি। এই সহযোগিতার মাধ্যমে শক্তিশালী ও বাস্তব সময়ে তথ্য জানার সরঞ্জাম অতিরিক্ত কোনও খরচ ছাড়াই লক্ষ লক্ষ ব্যবহারকারীর নখের ডগায় চলে আসছে। ভারতে এই প্রথমবার হওয়া জেন-এআই পার্টনারশিপ আমাদের গ্রাহকদের আত্মবিশ্বাস ও স্বাচ্ছন্দ্যের সাথে ডিজিটাল বিশ্বের নতুন নতুন প্রবণতাগুলিকে বুঝতে সাহায্য করবে।”
পারপ্লেক্সিটির সহ-প্রতিষ্ঠাতা, সিইও, অরবিন্দ শ্রীনিবাস বলেন “এই পার্টনারশিপের মাধ্যমে নির্ভুল, বিশ্বাসযোগ্য ও পেশাদার স্তরের এআই ভারতের আরও বেশি মানুষের কাছে পৌঁছে যাবে- তারা শিক্ষার্থী, কর্মরত ব্যক্তিই হন বা সংসার সামলানো মানুষ। পারপ্লেক্সিটি প্রো-এর সাথে, ব্যবহারকারীরা তথ্য খোঁজার, শেখার ও বিভিন্ন কাজ সম্পন্ন করার আরও স্মার্ট, সহজ উপায় পেয়ে যান।” এই মোড় ঘোরানো পার্টনারশিপের ক্ষমতা বোঝানোর জন্য, রাজকোটের এক শিক্ষার্থীকে উদাহরণ হিসাবে ধরা যাক। পারপ্লেক্সিটি প্রো ওয়েবে নিয়মসম্মত গবেষণা, শেখা ও সহযোগিতার প্রক্রিয়া প্রদান করতে পারে এবং যেকোনো বিষয়বস্তুকে যুক্তিসঙ্গতভাবে ও সহজে বুঝতে পারা পদ্ধতিতে গোছাতে সাহায্য করে, ফলে এই শিক্ষার্থীর পড়াশোনা ও ফলাফলের মান বহু গুণ বেড়ে যায়। কন্যাকুমারীতে বাস করা একজন গৃহিণী প্রতিদিনের কাজকর্ম করতে, সৃজনশীলতা ব্যবহার করতে ও অবগত সিদ্ধান্ত নিতে সাহায্য করা, এক দ্রুত ও নিখুঁত উত্তর দেওয়া সহযোগী লাভ করতে পারেন; এক ইউজার-ফ্রেন্ডলি ইন্টারফেজের মাধ্যমে অনায়াসে এইসব কাজ সম্পন্ন করা যাবে। একজন ব্যস্ত চাকুরীজীবী নতুন কোনও জায়গায় পরিবার নিয়ে ছুটি কাটাতে যেতে চাইলে, পারপ্লেক্সিটি প্রো ব্যবহারকারীর জানানো সময়, নির্ধারিত বাজেট ও অবশ্যই যোগ করতে হবে এমন কার্যকলাপের উপর ভিত্তি করে কয়েক সেকেন্ডের মধ্যে ভ্রমণসূচী তৈরি করে ফেলবে। ব্যবহারকারীর প্রোডাক্টিভিটি বাড়ানো ও চাপ কমানোর উপকারিতাগুলি এই টুল ব্যবহার করার পরে বুঝতে পারা যায়।
*পারপ্লেক্সিটি প্রো এআই-এর বর্তমান সাবস্ক্রিপশনের ভিত্তিতে গ্রাহকদের প্রাপ্ত উপকারিতার বিষয়ে জানানো হয়েছে, 1 বছরের জন্য বৈধ থাকবে। শর্তাবলী প্রযোজ্য।
About Bharti Airtel Limited:
Headquartered in India, Airtel is a global communications solutions provider with over 590 million customers in 15 countries across India and Africa. The company also has its presence in Bangladesh and Sri Lanka through its associate entities. The company ranks amongst the top three mobile operators globally, and its networks cover over two billion people. Airtel is India’s largest integrated communications solutions provider and the second largest mobile operator in Africa. Airtel’s retail portfolio includes high-speed 4G/5G mobile, Wi-Fi (FTTH+FWA) that promises speeds up to 1 Gbps with convergence across linear and on-demand entertainment, video streaming services, digital payments and financial services. For enterprise customers, Airtel offers a gamut of solutions that includes secure connectivity, cloud and data centre services, cybersecurity, IoT, and cloud-based communication. Within its diversified portfolio, Airtel offers passive infrastructure services through its subsidiary Indus Tower Ltd.
About Perplexity:
Perplexity is an AI-powered answer engine that draws from credible sources in real time to accurately answer questions with in-line citations, perform deep research, and more. Founded in 2022, the company’s mission is to serve the world’s curiosity by bridging the gap between traditional search engines and AI-driven interfaces. Each week, Perplexity answers more than 150 million questions globally.