এন্থে 2025 – ভবিষ্যতের সমস্যা সমাধান কারীদের তৈরি করতে সহায়তা করবে / ANTHE 2025 – Empowering Students to Become Problem Solvers of Tomorrow


আকাশ এডুকেশনাল সার্ভিসেস লিমিটেড উদযাপন করছে এন্থে-র ১৬টি সুন্দর বছর,শুরু হলো এন্থে 2025 – ভবিষ্যতের সমস্যা সমাধান কারীদের তৈরি করতে সহায়তা করবে এই পরীক্ষা।

Thank you for reading this post, don't forget to subscribe!

ক্লাস ৫ থেকে ১২-র ছাত্রছাত্রীদের জন্য ১০০% পর্যন্ত স্কলারশিপ (মোট ₹২৫০ কোটি টাকা) আর ক্যাশ অ্যাওয়ার্ড (₹২.৫ কোটি টাকা) ঘোষণা করা হয়েছে।

AESL নিয়ে এসেছে আকাশ ইনভিক্টাস অ্যাস টেস্ট, স্কলারশিপ ও ইনভিক্টাসে ভর্তি হওয়ার সুযোগের জন্য।

• এন্থে পরীক্ষা ২০২৫ সালের ৪ থেকে ১২ অক্টোবর পর্যন্ত অনলাইন ও অফলাইন মোডে অনুষ্ঠিত হবে। • ক্লাসরুম, আকাশ ডিজিটাল এবং ইনভিক্টাস কোর্সের জন্য স্কলারশিপ দেওয়া হবে4। • গত বছর ১০ লক্ষাধিক (১ মিলিয়নের বেশি) শিক্ষার্থী এই পরীক্ষায় অংশ নিয়েছিলেন। • NEET UG, JEE Main ও Advanced-এর অনেক টপার (যেমন NEET ২০২৫-এর শীর্ষ ১০০-র মধ্যে ২২ জন এবং JEE Advanced-এর টপ ১০০-র মধ্যে ১০ জন) এন্থে-র মাধ্যমেই তাদের যাত্রা শুরু করেছিলেন। • আকাশ এডুকেশনাল সার্ভিসেস লিমিটেড নতুনভাবে আকাশ ইনভিক্টাস এস টেস্টও চালু করেছে, যা ক্লাস ৮-১২-এর শিক্ষার্থীদের জন্য অগ্রিম JEE প্রস্তুতির জাতীয় স্তরের স্কলারশিপ পরীক্ষা। এটি ২৪, ৩১ আগস্ট এবং ৭ সেপ্টেম্বর ২০২৫-এ অনুষ্ঠিত হবে। • রেজিস্ট্রেশন চলছে; শিক্ষার্থীরা অথবা অভিভাবকরা https://anthe.aakash.ac.in/home-এ অনলাইনে আবেদন করতে পারেন অথবা শহরের কাছাকাছি আকাশ ইনস্টিটিউট সেন্টারে গিয়ে আবেদন করতে পারেন। • ইনভিক্টাস এস টেস্টের জন্য https://www.aakash.ac.in/invictus-ace-এ নিবন্ধন করুন।

কলকাতা, ১ আগস্ট, ২০২৫: ছাত্রছাত্রীদের স্বপ্নকে সফলতার পথে এগিয়ে নিতে, আকাশ এডুকেশনাল সার্ভিসেস লিমিটেড (AESL) তাদের ১৬ বছরের যাত্রায় নতুন মাইলফলক ছুঁয়েছে। ভারতের পরীক্ষামূলক প্রস্তুতি প্রদানকারী শীর্ষ সংস্থা হিসেবে তারা গর্বের সাথে ঘোষণা করছে তাদের সবচেয়ে জনপ্রিয় উদ্যোগ – এন্থে 2025 (আকাশ ন্যাশনাল ট্যালেন্ট হান্ট এক্সাম)। দেশের শিক্ষার্থীদের কাছে বহুল প্রতীক্ষিত এই বাৎসরিক পরীক্ষার মূল লক্ষ্য, পঞ্চম থেকে দ্বাদশ শ্রেণিতে পড়ুয়া ছাত্রছাত্রীদের জন্য নিজেদের চ্যালেঞ্জ ছাড়িয়ে প্রকৃত সমস্যা সমাধানকারী হয়ে উঠতে সহায়তা করা। শুধু তাই নয়, শিক্ষার সবার কাছে পৌঁছে দিতে এন্থে 2025-এ রয়েছে ক্লাসরুম, আকাশ ডিজিটাল এবং ইনভিক্টাস কোর্সে সর্বোচ্চ ১০০% স্কলারশিপ, যার মোট মূল্য ২৫০ কোটি টাকা, এবং নগদ পুরস্কারও রয়েছে ২.৫ কোটি টাকা পর্যন্ত। এতে ছাত্রছাত্রীরা নিজের পছন্দ অনুযায়ী ডাক্তারি (মেডিকেল) কিংবা ইঞ্জিনিয়ারিং ক্যারিয়ারের স্বপ্ন পূরণের আরও কাছে যেতে পারবে। উপরন্তু, এন্থে এর সুযোগ নিয়ে ছাত্রছাত্রীরা NEET, JEE, রাজ্য স্তরের CET, NTSE, এবং অলিম্পিয়াডের মতো প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রফেশনাল কোচিং নিতে পারবেন, যা শেখাবে আকাশের অভিজ্ঞ শিক্ষকরা।

এই প্রতিশ্রুতির সঙ্গে, আকাশ এবার শুরু করতে চলেছে ইনভিক্টাস এস টেস্ট যা আকাশ ইনভিক্টাস JEE অ্যাডভান্সড প্রস্তুতি প্রোগ্রামে ভর্তি হওয়ার জন্য নেওয়া হবে, ৮ থেকে ১২ ক্লাসের ছাত্রছাত্রীদের জন্য। এই জাতীয় স্তরের এলিজিবিলিটি ও স্কলারশিপ টেস্ট নেওয়া হবে ২৪ আগস্ট, ৩১ আগস্ট এবং ৭ সেপ্টেম্বর, ২০২৫ তারিখে। তিন ঘণ্টার এই পরীক্ষা (সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত), অনলাইন এবং অফলাইন দু’ভাবেই দেওয়া যাবে। পরীক্ষা ফি মাত্র ₹৩০০। যারা চমৎকার পারফর্ম করবে, তারা পেতে পারে ১০০% পর্যন্ত স্কলারশিপ এবং আকর্ষণীয় ক্যাশ প্রাইজ। আকাশ ইনভিক্টাস প্রোগ্রাম পাওয়া যাবে শুধুমাত্র নির্দিষ্ট ইনভিক্টাস সেন্টার-এ—যেমন দিল্লি-এনসিআর, চেন্নাই, বেঙ্গালুরু, লখনউ, মীরাট, প্রয়াগরাজ, দেরাদুন, ভোপাল, ইন্দোর, আহমেদাবাদ, চন্ডীগড়-রোহতাক, হায়দরাবাদ, নামাক্কাল, কোয়েম্বাটোর, ভুবনেশ্বর, রাঁচি, ত্রিচি, ভিজাগ, মুম্বই, কলকাতা, দুর্গাপুর এবং পাটনা-তে।

আকাশ এডুকেশনাল সার্ভিসেস লিমিটেড সিইও এবং এমডি, মিস্টার দীপক মেহেত্রা বলেছেন, “এন্থে এখন ভারতের ছাত্র ছাত্রীদের জন্য সম্ভাবনার প্রতীক হয়ে উঠেছে। গত ১৬ বছর ধরে, আমরা মেধাবী ছাত্র ছাত্রীদের আর্থিক অবস্থা বা অবস্থান নির্বিশেষে তাদের স্বপ্ন পূরণে সাহায্য করেছি। আকাশে, আমরা বিশ্বাস করি—প্রত্যেক ছাত্রছাত্রীর মধ্যে সমাধান খোঁজার ক্ষমতা আছে, তারা চিন্তা করতে পারে, চ্যালেঞ্জ নিতে পারে এবং বড় পরিবর্তন আনতে পারে। এন্থে 2025 সেই ঐতিহ্য বজায় রেখেই যোগ্য ছাত্রছাত্রীদের জন্য দরকারি রিসোর্স, সাপোর্ট ও অনুপ্রেরণা দিতে চলেছে। আমাদের বিস্তৃত নেটওয়ার্ক আর হাইব্রিড লার্নিং মডেলের মাধ্যমে, আমরা শিক্ষাকে আরও সহজলভ্য ও রেজাল্ট-ওরিয়েন্টেড করছি। এবছর থেকে, আমরা ইনভিক্টাস এস টেস্ট-ও চালু করছি—যা স্কলারশিপ ও অ্যাডমিশনের জন্য, বিশেষত জেইই-এর অ্যাডভান্সড প্রস্তুতির জন্য বিখ্যাত আকাশ ইনভিক্টাস কোর্সে। এই টেস্ট ছাত্র ছাত্রীদের মূল ধারণা ও প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য প্রস্তুতি কেমন, সেটার সঠিক মূল্যায়নের জন্য তৈরি হয়েছে।” এন্থে বছরের পর বছর অনেক টপার তৈরি করতে সাহায্য করেছে। ২০২৫-এ, এক মিলিয়নের বেশি ছাত্রছাত্রী এই টেস্ট দিয়েছে, ভারতের বৃহত্তম স্কলারশিপ পরীক্ষাগুলোর মধ্যে এটা অন্যতম। অনেক AESL-এর বর্তমান টপারই তাদের শিক্ষা যাত্রা এন্থে দিয়েই শুরু করেছিল। বিশেষভাবে, এবছর, NEET-এর Top 100-এ ২২ জন এবং JEE Advanced 2025-এর Top 100-এ ১০ জন ছাত্রছাত্রী এন্থে থেকেই শুরু করেছিল। এই পরীক্ষা অনলাইন ও অফলাইন—দু’ভাবেই হবে, যাতে ভারতের যেকোনো প্রান্তের ছাত্রছাত্রীরা সুবিধা পান। এন্থে 2025-এর অনলাইন পরীক্ষা ৪ অক্টোবর থেকে ১২ অক্টোবর ২০২৫-এর মধ্যে হবে, এবং ছাত্রছাত্রীরা নিজেদের সুবিধামতো এক ঘণ্টার স্লট বেছে নিয়ে পরীক্ষা দিতে পারবে। অফলাইন পরীক্ষা হবে ৫ ও ১২ অক্টোবর ২০২৫-এ, দেশের ২৬টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের ৪১৫ আকাশ সেন্টারে।

এন্থে 2025-এর রেজিস্ট্রেশন এখন শুরু হয়েছে। ছাত্রছাত্রীরা অনলাইনে https://anthe.aakash.ac.in/home এই ওয়েবসাইটে রেজিস্টার করতে পারে, বা কাছের আকাশ সেন্টারে গিয়ে রেজিস্ট্রেশন করতে পারে। পরীক্ষা ফি অনলাইন ও অফলাইন—দুই মডের জন্যই ₹৩০০। আগেভাগে আবেদন করলে ৫০% ছাড় পাওয়া যাবে। অনলাইন পরীক্ষার জন্য নির্ধারিত পরীক্ষার তারিখের ৩ দিন আগেই ফর্ম সাবমিট করতে হবে এবং অফলাইন পরীক্ষার জন্য ৭ দিন আগে। এডমিট কার্ড পরীক্ষা শুরুর ৫ দিন আগে ইস্যু করা হবে। এন্থে 2025-এর রেজাল্ট ধাপে ধাপে ঘোষণা হবে। ক্লাস X-এর ফলাফল ২৪ অক্টোবর ২০২৫-এ, ক্লাস VII থেকে IX-এর ফলাফল ২৯ অক্টোবর ২০২৫-এ, ক্লাস V ও VI-এর রেজাল্ট ১ নভেম্বর ২০২৫-এ এবং ক্লাস XI ও XII-এর ফলাফল ৪ নভেম্বর ২০২৫-এ প্রকাশিত হবে। সব রেজাল্ট অফিসিয়াল এন্থে ওয়েবসাইটে পাওয়া যাবে। এন্থে একটি এক ঘণ্টার টেস্ট, যেখানে থাকবে মোট ৪০টি মাল্টিপল-চয়েস প্রশ্ন। প্রশ্ন গুলো ছাত্র ছাত্রীদের ক্লাস আর তাদের ভবিষ্যৎ পড়াশোনার লক্ষ্য অনুযায়ী নির্ধারিত হবে। ক্লাস V থেকে IX পর্যন্ত ছাত্রছাত্রীদের জন্য প্রশ্ন থাকবে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, ম্যাথ আর মেন্টাল অ্যাবিলিটি থেকে। ক্লাস X-এ যারা মেডিক্যাল পড়তে চায়, তাদের জন্য প্রশ্ন থাকবে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি আর মেন্টাল অ্যাবিলিটি থেকে। আবার ক্লাস X-এর ইঞ্জিনিয়ারিং-এ আগ্রহী ছাত্রছাত্রীদের জন্য থাকবে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ আর মেন্টাল অ্যাবিলিটি থেকে। একইভাবে, ক্লাস XI-XII-এ যারা NEET-এর জন্য প্রস্তুতি নিচ্ছে, তাদের জন্য থাকবে ফিজিক্স, কেমিস্ট্রি, বোটানি ও জুলজি থেকে প্রশ্ন। আর যারা ইঞ্জিনিয়ারিং-এর জন্য পড়াশোনা করছে, তাদের প্রশ্ন থাকবে ফিজিক্স, কেমিস্ট্রি আর ম্যাথ থেকে।

আকাশ এডুকেশনাল সার্ভিসেস লিমিটেড(AESL) টেস্ট প্রস্তুতির নতুন সংজ্ঞা দিচ্ছে দু’টি শক্তিশালী উদ্যোগের মাধ্যমে: Aakash Digital 2.0 এবং আকাশ ইনভিক্টাস। Aakash Digital 2.0 হলো একটি আধুনিক, AI-চালিত লার্নিং প্ল্যাটফর্ম, যেখানে AESL-এর সব ধরনের কোচিং এক সঙ্গে অনলাইনে পাওয়া যায়। এখানে NEET, JEE, Olympiad-এর জন্য পার্সোনালাইজড, সাশ্রয়ী এবং ইফেক্টিভ কোচিং দেওয়া হয়। এই উদ্যোগের সঙ্গে আছে আকাশ ইনভিক্টাস, দেশের সেরা ইঞ্জিনিয়ারিং অ্যাসপিরেন্টদের জন্য স্পেশাল JEE Advanced প্রোগ্রাম। এখানে ছোট ব্যাচ, দেশের সেরা শিক্ষক, AI-এর মাধ্যমে স্টুডেন্টদের প্রগ্রেস বিশ্লেষণ, এক্সক্লুসিভ কনটেন্ট, এবং জোরদার রিভিশন ও টেস্টিং মডিউল রয়েছে। ইনভিক্টাস প্রোগ্রামে টার্গেট করা হয় যারা টপ IIT বা গ্লোবাল ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে চান্স পেতে চায়, তাদের জন্য সুনির্দিষ্ট ও কার্যকর ‘ফিজিতাল’ (ফিজিক্যাল+ডিজিটাল) শেখার সুযোগ।

About Aakash Educational Services Limited (AESL)

Aakash Educational Services Limited (AESL) is India’s leading test preparatory company that specialises in providing comprehensive and effective preparation services for students preparing for high-stakes Medical (NEET) and Engineering entrance examinations (JEE), and competitive exams such as NTSE and Olympiads. AESL has a pan-India network of over 415 centres with over 400,000+ currently enrolled students and has established an unassailable market position and brand value over the last 37 years. It is committed to providing the highest quality test preparation services to unlock students’ true potential and achieve success in their academic endeavours. AESL takes a student-centric approach to test preparation, recognising that every student is unique and has individual needs. It has a team of highly qualified and experienced instructors who are passionate about helping students achieve their dreams. The company’s programmes are designed to be flexible, and its teaching methodologies are backed by the latest technologies to ensure that students are well-prepared for their exams.

Aakash Educational Services Limited (AESL) Celebrates 16 Glorious Years of ANTHE with the Launch of ANTHE 2025 – Empowering Students to Become Problem Solvers of Tomorrow.

Scholarships up to 100% Worth ₹250 Crore and Cash Awards Worth ₹2.5 Crore Announced for Students of Classes V to XII;

AESL Launches Aakash Invictus Ace Test for Scholarship and Admission to Aakash Invictus

• ANTHE to take place Online and Offline from October 04 – 12, 2025 • Scholarships to be offered for Classroom, Aakash Digital and Invictus Courses. • Last year, a record was set when more than 1 million students wrote the exam. • Many toppers (NEET UG, JEE Main and Advanced) started their journey with ANTHE including 22 out of Top 100 in NEET 2025 and 10 out of Top 100 in JEE Advanced 2025 • AESL also launches the Aakash Invictus Ace Test, a national-level scholarship exam for students of Classes 8 to 12 seeking advanced JEE preparation, scheduled for August 24, 31 and September 7, 2025. • Registrations are open and students/parents can either apply online at https://anthe.aakash.ac.in/home or visit the nearest centre of Aakash Institute in their city. • For the Invictus Ace Test, register at https://www.aakash.ac.in/invictus-ace

Kolkata, Aug 1, 2025: Marking 16 successful years of transforming student aspirations into achievements, Aakash Educational Services Limited (AESL), the national leader in test preparatory services, proudly announces the launch of its flagship initiative – ANTHE 2025 (Aakash National Talent Hunt Exam). One of the most awaited annual events in the Indian academic calendar, ANTHE 2025 aims to empower Class V-XII students to rise above challenges and emerge as true problem solvers. Carrying forward its mission of democratizing access to quality education, ANTHE 2025 offers up to 100% scholarships worth ₹250 Cr in total to Classroom, Aakash Digital and Invictus Courses, along with significant cash awards worth ₹2.5 Cr, helping students achieve their dreams of a successful career in medicine or engineering. The exam opens the door for students to avail the best coaching for competitive exams like NEET, JEE, State CETs, NTSE, and Olympiads, offered by Aakash’s expert faculty.

Adding to this commitment, Aakash is also launching the Invictus Ace test, a scholarship exam for admission to the Aakash Invictus JEE Advanced preparation program for students from Classes 8 to 12. The national-level eligibility-cum-scholarship test will be conducted on August 24, August 31, and September 7, 2025. The three-hour test (10:00 AM to 1:00 PM), available in both online and offline modes, carries a ₹300 application fee. Those who perform exceptionally well will be rewarded with scholarships of up to 100% and exciting cash prizes. Aakash Invictus is available to students at exclusive Invictus Centres in Delhi-NCR, Chennai, Bengaluru, Lucknow, Meerut, Prayagraj, Dehradun, Bhopal, Indore, Ahmedabad, ChandigarhRohtak, Hyderabad, Namakkal, Coimbatore, Bhubaneshwar, Ranchi, Trichy, Vizag, Mumbai, Kolkata, Durgapur & Patna

Mr. Deepak Mehrotra, CEO and MD of Aakash Educational Services Limited (AESL), remarked, “ANTHE has become a symbol of possibility for students across India. Over the past 16 years, we have enabled meritorious students to pursue their dreams, regardless of financial background or location. At Aakash, we believe every student has the potential to become a problem solver, someone who can think critically, face challenges head-on, and create impact. ANTHE 2025 continues this legacy by providing deserving students with the resources, support, and motivation to rise and shine. With our wide network and hybrid learning approach, we are making quality education truly inclusive and outcome-focused.

From this year onwards, we are also launching the Invictus Ace Test for Scholarship & admission to the prestigious Aakash Invictus course for Advanced JEE preparation, which has been thoughtfully designed to evaluate students’ understanding of core concepts and their preparedness for competitive exams.” ANTHE has been instrumental in nurturing several top achievers over the years. In 2025, more than one million students appeared for the exam, making it one of the largest scholarship tests in the country. Many of AESL’s current toppers began their academic journey with ANTHE. Notably, this year, 22 out of the Top 100 in NEET and 10 out of the Top 100 in JEE Advanced 2025 started their journey through ANTHE.

The examination will be conducted both online and offline, ensuring flexibility and reach for students across India. The online mode of ANTHE 2025 will be available from October 4 to 12, 2025, during which students can take the test at their convenience by selecting a one-hour slot. The offline exam will be conducted on 5th and 12th October 2025, at over 415 Aakash centres located in 26 states and union territories. Registrations for ANTHE 2025 are now open. Students can register online at https://anthe.aakash.ac.in/home or visit their nearest Aakash centre. The examination fee is ₹300 for both online and offline modes. A flat 50% discount is available for those who apply early. The last date to submit the application form is three days before the chosen online exam date and seven days before the selected offline exam date. Admit cards will be issued five days before the respective exam dates.

The results of ANTHE 2025 will be announced in phases. Results for Class X students will be declared on October 24, 2025, while results for Classes VII to IX will be declared on October 29, 2025. The results of Class V & VI will be declared on November 1st 2025. Results for Classes XI and XII will be announced on November 4, 2025. All results will be available on the official ANTHE website. ANTHE will be a one-hour test comprising 40 multiple-choice questions based on the grade and stream aspirations of students. For Class V-IX students, the questions will cover subjects such as Physics, Chemistry, Biology, Mathematics and Mental Ability. For Class X students aspiring for medical education, the questions will cover Physics, Chemistry, Biology and Mental Ability, while for engineering aspirants of the same class, the questions will cover Physics, Chemistry, Mathematics and Mental Ability. Similarly, for Class XI-XII students who aim for NEET, questions will cover Physics, Chemistry, Botany and Zoology, while for engineering aspirants, they will cover Physics, Chemistry and Mathematics.

Aakash Educational Services Limited (AESL) is redefining test preparation with two powerful initiatives: Aakash Digital 2.0 and Aakash Invictus. Aakash Digital 2.0 is a unified, AI-powered learning platform that brings all AESL offerings online, delivering personalised, affordable, and high-impact coaching for NEET, JEE, and Olympiads. Complementing this is Aakash Invictus, a first-of-its-kind, elite JEE Advanced program designed for India’s brightest engineering aspirants. With small batches, top 500 JEE faculty, AI-driven insights, exclusive content, and a rigorous revision and testing module, Invictus offers precision-focused, phygital learning tailored for students targeting top IIT ranks or global engineering institutes.

About The Author


Verified by MonsterInsights