অযোধ্যা পাহাড়ের দরিদ্র মানুষদের স্বাস্থ্য ফেরানোর উদ্যোগ

6ffeca40-ace5-40c9-84ea-81f22aa8ab49

ইন্দ্রজিৎ আইচঃ পশ্চিমবঙ্গের  আদিবাসী অধ্যুষিত ও পিছিয়ে পড়া জেলা  পুরুলিয়া। এই জেলার অযোধ্যা পাহাড় সংলগ্ন মার্বেল লেকের কিছুটা দুরেই  আছে  দুটি প্রত্যন্ত গ্রাম ভূভুকদা ও জিলেনসেরেঙ। প্রাকৃতিক সৌন্দর্য অসাধারণ হলেও বসবাসকারী মানুষের নেই কোনো ও ধরনের সুযোগ সুবিধা। গ্রাম দুটিতে  নেই বিন্দুমাত্র স্বাস্থ্য পরিষেবা।  পর্যটকরা অযোধ্যা পাহাড়ে বেড়াতে এলেও কাছেই এই দুটি গ্রমের মানুষদের জীবন যাত্রার বিশেষ উন্নতি ঘটেনি। এবার এই দুটি গ্রামের  মানুষদের স্বাস্থ্য পরিষেবা দিতে এগিয়ে এল কোলকাতার ‘ সরশুনা এথিক্যাল লাইফ ফাউন্ডেশন’ নামে একটি স্বেচ্ছাসেবী সংস্থা।  সংস্থার সম্পাদক দেবব্রত রায় বলেন, অযোধ্যা পাহাড়ে বেড়াতে গিয়ে এই গ্রামের মানুষদের দুরবস্থা তাদের চোখে পড়ে। তখনই তারা এখানে একটি বিনামূল্যে মেডিক্যাল ক্যাম্প করার চিন্তাভাবনা করেন।সেই মতো কলকাতা থেকে ডাক্তারবাবুদের নিয়ে গিয়ে বিনামূল্যে স্বাস্থ্য ও চক্ষু চিকিৎসা শিবির অনুষ্ঠিত হয়। সঙ্গে ছিল বিনাব্যয়ে সুগার , ই সি জি পরীক্ষা। সকল রোগীদের সম্পূর্ণ বিনামূল্যে ওষুধও দেওয়া হয় সংস্থার পক্ষ থেকে।

Thank you for reading this post, don't forget to subscribe!

About The Author


You may have missed

Enable Notifications OK No thanks
Verified by MonsterInsights