রার আয়ুর্বেদ কোম্পানির পক্ষ থেকে একটি সেমিনার

37ace3bf-ce07-4343-b260-8d4c8f3b500e

করিমপুর থেকে বিশ্বজিৎ রায়ঃ আজ নদীয়ার করিমপুরে রার আয়ুর্বেদ কোম্পানির পক্ষ থেকে একটি সেমিনার অনুষ্ঠিত হল অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডাইরেক্টরি বোর্ড মেম্বার স্মরজিৎ কর্মকার পলি কর্মকার এবং রাকেশ মণ্ডল এছাড়া বিশেষ ব্যক্তিত্বের মধ্যে উপস্থিত ছিলেন অর্পিতা সরকার গোপাল বিশ্বাস সহ আরো অনেকে কোম্পানির প্রোডাক্ট নিয়ে বিশেষ আলোচনা হয়। অনুষ্ঠানটি বেশ মনোগ্রাহী ছিল জনগণের মধ্যে বিশেষ আকর্ষণ ছিল এই অনুষ্ঠানে।

Thank you for reading this post, don't forget to subscribe!

About The Author


You may have missed

Verified by MonsterInsights