ba60c53f-7d3a-4d19-af51-adc98e1d2c17

নদীয়া, গোপাল বিশ্বাস -ঃ  বাংলা নব বর্ষের সাত সকালে জন গণের সাতে শুভেচ্ছা বিনিময় করতে ও গঙ্গার ঘাট গুলি পরিদর্শনে শান্তিপুরের বিধায়ক ব্রজকিশোর গোস্বামী। শুভেচ্ছা বিনিময় এর পাশাপাশি গঙ্গায় স্নান করতে আসা পুণ্যার্থীদের সচেতনতার বার্তার মাধ্যমে, সাবধানে পুন্য স্নান করার জন্য আবেদন করেন। কারণ এই স্নানের ঘাটে বীগত দিনে পরপর বেশ কয়েকটি দুর্ঘটনার ঘটে। এদিন বড়বাজার ঘাট এবং স্টিমার ঘাটে শান্তিপুর পৌরসভা এবং বিধায়কের পক্ষ থেকে রয়েছে বিশেষ সতর্কীকরণ ব্যবস্থা। তবে এ দুটি ঘাটে এবছর পুণ্য স্নান করার জন্য অনেকেই এড়িয়ে গেছেন, তুলনামূলকভাবে গুপ্তিপাড়া ঘাট, নৃসিংহ পুর ঘাট মানুষ বেশি স্বাচ্ছন্দ্যবোধ করছেন। বিধায়ক সকলের সাথে মিশে কুশল বিনিময় করার মাধ্যমে আমন্ত্রণ জানালেন সন্ধ্যায় বর্ষবরণ অনুষ্ঠানে। বছরের প্রথম দিনে বিধায়কের এই উদ্যোগে খুশি সকলেই।

Thank you for reading this post, don't forget to subscribe!

About The Author


Enable Notifications OK No thanks
Verified by MonsterInsights