আগামী 28 ও 29 শে মার্চ দশটি কেন্দ্রীয় শ্রমিক সংগঠনের ডাকা 48 ঘণ্টার ভারত বনধ

33330798-11a7-4f01-b306-9e974a2b3e6c

অরিজিৎ মাইতিঃ পেট্রোলিয়াম দ্রব্যের দাম বৃদ্ধির বিরুদ্ধে, রেল-ব্যাংক-বীমা কয়লাখনি প্রতিরক্ষা শিল্পসহ সমস্ত রাষ্ট্রীয় সম্পত্তি বেসরকারিকরণের প্রতিবাদে এবং শ্রমিক স্বার্থবিরোধী চারটি শ্রম কোড বাতিল এবং সমস্ত বন্ধ কল-কারখানা এবং চা বাগান খোলার দাবিতে, রামপুহাট গণহত্যার প্রতিবাদে এবং সমস্ত বেকার যুবকদের কর্মসংস্থানের দাবিতে আগামী 28 ও 29 শে মার্চ দশটি কেন্দ্রীয় শ্রমিক সংগঠনের ডাকা 48 ঘণ্টার ভারত বনধের সমর্থনে আজ সকালে রাধামনি বাজারে মিছিল করল এস ইউ সি আই (কমিউনিস্ট) দল।

Thank you for reading this post, don't forget to subscribe!

দলের তমলুক লোকাল কমিটির সদস্য শম্ভু মান্না বলেন, কেন্দ্রীয় সরকার শ্রমজীবী মানুষের ওপর যে ভয়ঙ্কর আক্রমণ নামিয়ে এনেছে তাকে ঠেকাতেই আগামী সোমবার এবং মঙ্গলবার 48 ঘন্টা ভারত বনধ। এই বনধকে সফল এবং সার্থক করে গড়ে তোলার জন্য তিনি সর্বস্তরের সাধারণ মানুষদের ভারত বন্ধের সমর্থনে এগিয়ে আসার আহ্বান জানান এবং আগামী দিনে লাগাতার গণআন্দোলন গড়ে তোলার মধ্য দিয়ে কেন্দ্র এবং রাজ্য সরকারের নানা জনবিরোধী নীতির বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান। এছাড়াও নেতৃত্ব দেন অনুপ মাইতি, সঞ্জিত মাইতি, প্রতিমা জানা প্রমুখ।

About The Author


You may have missed

Enable Notifications OK No thanks
Verified by MonsterInsights