নিজস্ব প্রতিনিধি, শনিবার বিকেলে কলকাতার হাডকো মোড় সংলগ্ন বিধান শিশু উদ্যানে ‘পল্লিকবি ও আদালত’ শীর্ষক স্মরণিকা প্রকাশিত হলো। সেইসাথে ‘বর্ধমান সহযোদ্ধা’ সংগঠনের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে গুণীজন সংবর্ধনা প্রদান চলে।পূর্ব বর্ধমান জেলার ‘কুমুদ সাহিত্য মেলা কমিটি’র পরিচালনায় বিধান শিশু উদ্যানের অতুল্য ঘোষ স্মৃতি সভাগৃহে এই সাংস্কৃতিক অনুষ্ঠান টি আয়োজন করা হয়েছিল।এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ওয়েস্ট বেঙ্গল রিয়েল এস্টেট আপিলেট ট্রাইবুনালের চেয়ারপার্সন বিচারপতি রবীন্দ্রনাথ সামন্ত, রবীন্দ্র ভারতী সোসাইটির সাধারণ সম্পাদক সিদ্ধার্থ মুখোপাধ্যায় , রাজ্য যুব কল্যাণ ও ক্রীড়া দপ্তরের ডেপুটি সেক্রেটারি দিলীপ কুমার বিশ্বাস, কলকাতা হাইকোর্টের আইনজীবি মাসুদ করীম।প্রমুখ। একাধারে পল্লিকবি কুমুদরঞ্জন মল্লিকের পুত্র জ্যোৎস্না মল্লিক ছিলেন জেলা ও দায়রা বিচারক, কবির নাতি সুধেন্দ্রনাথ মল্লিক ছিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি। এর পাশাপাশি কুমুদ সাহিত্য মেলা কমিটির সিংহভাগ সদস্য আইনী পেশার সাথে যুক্ত। ঠিক এইরকম পরিস্থিতিতে ‘পল্লিকবি ও আদালত’ স্মরণিকা উপস্থাপনা। কবির পরিবার থেকে সাহিত্যিক মহাশ্বেতা বন্দ্যোপাধ্যায় তাঁর বক্তব্যে কুমুদ সাহিত্য মেলা কমিটির প্রতি কৃতজ্ঞতা জানান।কবিতা পাঠে ছিলেন সমরেন্দু চক্রবর্তী, সেখ আব্দুল জব্বার, দিলীপ কুমার বিশ্বাস, প্রমুখ। এদিন আইনী জনসচেতনতা কর্মসূচি পালনে সু-পরিচিত ‘বর্ধমান সহযোদ্ধা’র সংগঠনের তরফে মাননীয় বিচারপতি রবীন্দ্রনাথ সামন্ত মহাশয় কে ‘পূর্ব বর্ধমান জেলা রত্ন সম্মান’ জানানো হয়। কুমুদ সাহিত্য মেলা কমিটির তরফে মোল্লা জসিমউদ্দিন, বৈদূর্য ঘোষাল,সোমনাথ ভট্টাচার্য, প্রতিমা হালদার জানান -” পল্লিকবির ৫৪ তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আমরা স্মরণিকা প্রকাশে শ্রদ্ধা জ্ঞাপন করলাম”।
Own Correspondent, On Saturday afternoon, a memorial titled ‘Pallikbi and Adalat’ was published at Bidhan Shishu Udyan near Hadko intersection in Kolkata. Also, on the occasion of the founding anniversary of the ‘Burdwan Sahajoddha’ organization, the cultural program was organized under the management of the ‘Kumud Sahitya Mela Committee’ of East Burdwan district at Atulya Ghosh Memorial Hall of Bidhan Shishu Udyan. West Bengal Real Estate Appellate Tribunal was present at this event. Chairperson Justice Rabindranath Samant, Rabindra Bharti Society General Secretary Siddharth Mukhopadhyay, State Youth Welfare and Sports Department Deputy Secretary Dilip Kumar Biswas, Calcutta High Court Lawyer Masood Karim etc. Jyotsna Mallick, son of Pallikbi Kumudranjan Mallick, was District and Sessions Judge, while Kabir’s grandson, Sudhendranath Mallick, was Judge of Calcutta High Court. Apart from this, the majority of Kumud Sahitya Mela committee members are associated with the legal profession. It is in such a situation that ‘Pallikbi O Adalat’ is a memorable presentation. Literary Mahasweta Bandyopadhyay from the poet’s family expressed his gratitude to the Kumud Sahitya Mela Committee in his speech. Samarendu Chakraborty, Sheikh Abdul Jabbar, Dilip Kumar Biswas and others were present at the poetry reading. Honourable Justice Rabindranath Samanta Mahashay was conferred ‘East Burdwan Zilla Ratna Samman’ by the organization of the well-known ‘Burdwan Sahajoddha’ for conducting a legal public awareness program on this day. Molla Jasimuddin, Baidurya Ghoshal, Somnath Bhattacharya, and Pratima Halder on behalf of the Kumud Sahitya Mela Committee said – “On the occasion of the 54th death anniversary of Pallikbir, we paid our respects by publishing the memorial”.