দেশ গড়ার কাজে সৎ এবং চরিত্রবান যুবকদের এগিয়ে আসতে বললেন স্বামী বিশ্বাত্মানন্দ

defcf6ad-f9d4-40c0-93ea-512b8b544386

ইন্দ্রজিৎ আইচঃ ভারত সেবাশ্রম সঙ্ঘ পরিচালিত কাঁকিনাড়া প্রণবানন্দ সেবা প্রতিষ্ঠানের দ্বিতল গুরুমন্দির, শিব মন্দির এবং রাধাকৃষ্ণ মন্দিরের শুভ দ্বারোদ্ঘাটন করলেন ভারত সেবাশ্রম সঙ্ঘের প্রধান সম্পাদক শ্রীমৎ স্বামী বিশ্বাত্মানন্দজী মহারাজ। উত্তর ২৪ পরগণা জেলার কাঁকিনাড়া অঞ্চলে সঙ্ঘের উদ্যোগে নানা সেবামূলক কাজ শুরু হয়েছে। কাঁকিনাড়া প্রনবানন্দ শেবা প্রতিষ্ঠানের অষ্টম বার্ষিকি অনুষ্ঠান উপলক্ষে এক অনুষ্ঠানে সঙ্ঘের প্রধান সম্পাদক স্বামী বিশ্বাত্মানন্দ মহারাজ বলেন, স্বামী প্রনবানন্দের আদর্শে যুব সমাজকে দেশ গড়ার কাজে এগিয়ে যেতে হবে ৷ এর জন্যে সৎ এবং চরিত্রবান যুবক চাই। তবেই দেশ এগিয়ে যাবে।

Thank you for reading this post, don't forget to subscribe!

About The Author


You may have missed

Verified by MonsterInsights