প্রকাশিত হলো ২১শে ফেব্রুয়ারি স্বরণে আজকের প্রমিতা ১০০ তম সংখ্যা


ইন্দ্রজিৎ আইচঃ সুখেন মন্ডল সম্পাদিত ২১ শে ফেব্রুয়ারি ২০২২ এর শত তম সংখ্যা ” আজকের প্রমিতা ” সম্প্রতি প্রকাশিত হলো। সামনেই বইমেলা। সাহিত্য- সংস্কৃতি বিষয়ক এই ৪১ পাতার এই লিটিল ম্যাগাজিন বহুদিন ধরে বিরাটি স্বামী বিবেকানন্দ রোড, কলকাতা ৫৪ থেকে প্রকাশিত হচ্ছে।এই বই এবার ১০০ তম সংখ্যা। এবারের এই শততম সংখ্যায় আজকের প্রমিতা নিয়ে লিখেছেন কবি কৃষ্ণা বসু, উত্তর দমদম পৌরসভার মুখ‍্য প্রশাসক বিধান বিশ্বাস, প্রাক্তন পৌর প্রধান সুবোধ চক্রবর্তী, কানাই সর্দার, শিশির সিংহ, রমা কর্মকার, দীপ্তি রায়, যুগল সেন, চম্পক কুমার দাস, প্রণব কান্তি রায়, সোমনাথ সরকার, আশীষ ঘোষ, অলক ব্যানার্জী, কুমারদীপ্ত মাইতি, রণদেব ভট্টাচার্য, স্বপন মাইতি, সন্দীপ কুমার দত্ত, গৌরাঙ্গ দাস সহ বহু বিখ্যাত কবি, গল্পকার ও সাহিত্যিকরা। এবারের সংখ্যায় ভাষা আন্দোলন ও স্বাধীন বাংলাদেশ গঠনের পথিকৃত ধীরেন্দ্রনাথ দত্ত কে নিয়ে খুব সুন্দর লিখেছেন শীতল দাস। এছাড়া হাসতে মানা,বেশকিছু নামি অনামি কবিদের কবিতা।তার মধ্যে পিন্টু মাইতির শীত মানেই, পূর্ণেন্দু ভট্টাচার্যর ২১ শে ফেব্রুয়ারি, শৈলেন বিশ্বাস এর ক্ষণকাল প্রতীক্ষালয়, উৎপল চক্রবর্তী র তোমরা থাকবে চির স্বরণে , আশীষ ঘোষের একুশ, পুতুল ঘোষের কথায় কথায় , প্রমিতা বিশ্বাস এর একুশ মানে এই কবিতাগুলো খুব উচ্চ মানের হয়েছে। খুব দক্ষতার সাথে ও খুব কষ্ট করে টাকা জোগাড় করে এই লিটিল ম্যাগাজিন করেন সম্পাদক সুখেন মন্ডল। নির্ভুল ছাপা, সুন্দর প্রচ্ছদ এই আজকের প্রমিতা সকল সাহিত্য প্রেমীদের সংগ্রহে রাখা উচিত। একাদশ বর্ষে ফেব্রুয়ারি-মার্চ ২০২২ এই তৃতীয় সংখ্যার দাম ৫০ টাকা মাত্র। সকলে কিনতে পারেন।

Thank you for reading this post, don't forget to subscribe!

About The Author


Verified by MonsterInsights