ব্রেন ডায়গনাস্টিক সেন্টার এর উদ্যোগে অনুষ্ঠিত হলো ২০০জন অটো ড্রাইভার দের বিনামূল্যে স্বাস্থ্য শিবির

640756f4-4cd9-4ab3-a5f1-b6c8e2032c0b

ইন্দ্রজিৎ আইচঃ উল্টোডাঙ্গা ব্রেন ডায়গনাসস্টিক সেন্টার এর উদ্যোগে অনুষ্ঠিত হলো এক দিনের বিনামূল্যে স্বাস্থ্য শিবির। এইদিন ২০০ জন অটো ড্রাইভার দের ইসিজি, সুগার, হাইট ও প্রেসার পরীক্ষা করা হয়। প্রদীপ জ্বালিয়ে এই শিবির উদ্বোধন করেন ১২ নম্বর ওয়ার্ড এর কাউন্সিলর ডাক্তার মিনাক্ষী গঙ্গোপাধ্যায় ও ব্রেন এর ম্যানেজিং পার্টনার দেবাশীষ রায়। ছিলেন অনিন্দ কিশোর রাউৎ , বিনয় বাগচী সহ আরো অনেকে। তারা সকলেই তাদের ভাষণে ব্রেন এর এই উদ্যোগকে সাধুবাদ জানায়। এক সাংবাদিক সম্মেলনে ব্রেন এর ম্যানেজিং পার্টনার দেবাশীষ রায় জানালেন এই ব্রেন সেন্টারটি গরীব মানুষদের জন্য। এই সেন্টারটি প্রতিষ্ঠা করেন বিখ্যাত স্নায়ু বিশেষজ্ঞ ডাক্তার সিদ্ধার্থ ঘোষ। তিনি বহুদিন ধরে এই সমাজের বহু গরীব মানুষদের চিকিৎসা করেছেন এই সেন্টারে। খুব সামান্য অর্থ মূল্যে এখানে সব ধরণের চিকিৎসা হয় ও সব রকম পরীক্ষার ব্যবস্থা আছে। আজ আমরা সরকারি কোভিডবিধি মেনে ২০০ জন অটো ড্রাইভার ও তার পরিবারের বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা করলাম। আগামী ৩ রা ফেব্রুয়ারি বৃহস্পতিবার সম্পূর্ণ ফ্রি কোভিড ভ্যাকসিন এর প্রথম ও দ্বিতীয় ডোজ দেওয়া হবে। আগামী ফেব্রুয়ারি মাস জুড়ে সিনিয়ার সিটিজেনদের জন্য এডভানটেজ কার্ড চালু থাকছে, এই কার্ডের সুবিধা হলো এই ব্রেন সেন্টার থেকে যে চিকিৎসা হবে, যা যা পরীক্ষা হবে তা ৫০% ছাড় পাবেন সিনিয়ার সিটিজেনরা। ইসিজি, এক্স রে, ECHO, আল্ট্রা সোনোগ্রাফি এই সব সুবিধা ও ২৫ জন বিভিন্ন ডাক্তারদের উচ্চমানের চিকিৎসা ও সুপরামর্শ পাবেন সকল রোগীরা। করোনা কালে উল্টোডাঙ্গা ব্রেন ডায়গনাসস্টিক সেন্টার এর স্বাস্থ্য পরিষেবার এই নব উদ্যোগ শহর বাসীর কাছে এক দৃষ্টান্ত হয়ে থাকবে।

Thank you for reading this post, don't forget to subscribe!

About The Author


Verified by MonsterInsights