শুধুমাত্র বুনিয়াদপুর পৌরসভারই দায়িত্ব নয় বুনিয়াদপুর শহরকে পরিচালনা করার নাগরিকদেরও দায়িত্ব রয়েছে জানালেন পৌরসভার নবনিযুক্ত চেয়ারম্যান সমীর সরকার

WhatsApp Image 2025-11-04 at 13.59.39_e2a16003

৪ই নভেম্বর,দক্ষিণ দিনাজপুর: দক্ষিণ দিনাজপুর জেলার পৌরসভা তিনটি আর ২০১৭ সালে বুনিয়াদপুর পৌরসভা ভোটের পর বুনিয়াদপুর পৌরসভা গঠিত হয়। এরপর পৌরসভার চেয়ারম্যান পদে নিযুক্ত হন প্রাক্তন শিক্ষক অখিল বর্মন তারপর সেই পদের মেয়াদ শেষ হওয়ার পর পদ দেওয়া হয় চেয়ারম্যান হিসেবে বুনিয়াদপুরের আরো এক বাসিন্দা ও দীর্ঘদিনের তৃণমূল নেতা কমল সরকারকে। এরপর ২০২৬ সালের বিধানসভা নির্বাচনের পূর্বে বুনিয়াদপুর শহর তৃণমূল কংগ্রেসের যুব প্রেসিডেন্ট সমীর সরকারকে দেওয়া হল বুনিয়াদপুর পৌরসভার চেয়ারম্যানের পদ। যুব সংগঠনের এমন এক ব্যক্তিত্ব ও যোগ্য যুবক ও বুনিয়াদপুর শহরের স্থানীয় বাসিন্দাপদ পাওয়ায় যথেষ্ট খুশি এলাকার বাসিন্দা সহ পৌরবাসীরা। পৌরসভার চেয়ারম্যানের পদ পেয়ে মুখে ম্লান হাসি সমীর সরকারের তিনি ক্যামেরার সামনে সংবাদমাধ্যমকে জানান “দল এবং তৃণমূল কংগ্রেসের দলীয় উচ্চ পদস্থ নেতৃত্বরা আমাকে নির্বাচিত করেছে তার জন্য বিশেষভাবে আমি কৃতজ্ঞ এবং পৌরসভার চেয়ারম্যান হিসেবে নয় বুনিয়াদপুরের বাসিন্দা হিসেবে সবার কাছে একটাই আবেদন পৌর বাসিন্দাদের যে কোন সুবিধার্থে আমাকে আপনারা সবসময় পাশে পাবেন যে কোন সমস্যায় আসবেন বলবেন আমি যথাসাধ্য চেষ্টা করব আপনাদের পাশে থাকারও পৌর নাগরিকদের সুবিধা দেবার জন্য। অন্যদিকে, নতুন চেয়ারম্যান সমীর সরকার জানান “শুধুমাত্র পৌরসভার চেয়ারম্যানেরই দায়িত্ব নয় বুনিয়াদপুর শহরকে সঠিকভাবে পরিচালনা করার পুর নাগরিকদেরও অনেক দায়িত্ব রয়েছে”। নব নিযুক্ত চেয়ারম্যানের এহেন চিন্তাভাবনায় যথেষ্ট খুশি এলাকার বাসিন্দারা।অন্যদিকে, নতুন চেয়ারম্যান সমীর সরকার জানান “বুনিয়াদপুর শহরের প্রবীণ ও নবীন তৃণমূল কংগ্রেসের সমস্ত নেতৃত্বদেরকে নিয়ে এগিয়ে যাওয়ার আহ্বান জানানোর পাশাপাশি তাদেরকে নিয়ে নিচু স্তর থেকে উচ্চ স্তরে সমস্ত কাজে একজোট হওয়ারও আহ্বান জানান তিনি। অপরদিকে সমীর সরকার বুনিয়াদপুর পৌরসভার নবনিযুক্ত চেয়ারম্যান এবং যোগ্য ও এই বিশেষ পদে পদ পাওয়াতে আগামী দিনে বুনিয়াদপুর শহরেরকে আরো উন্নতমানের দেখার আশার আলো দেখছেন বুনিয়াদপুরের পৌর বাসীরা তা বলাই বাহুল্য।

Thank you for reading this post, don't forget to subscribe!

About The Author


You may have missed

Verified by MonsterInsights