দুই ছাত্র সংগঠনের সংঘর্ষ । আহত বেশ কয়েকজন ছাত্রছাত্রী


মৃন্ময় রায়,মেখলিগঞ্জ:সোমবার সকাল ১১ টা ৩৫ নাগাদ হলদিবাড়ি নেতাজি সুভাষ মহাবিদ্যালয়ের মূল গেটের সামনে যাদবপুরের ঘটনার প্রতিবাদে বিক্ষোভ প্রদর্শন করেন ছাত্র সংগঠন AIDSO র সদস্যরা । ২০ মিনিট বিক্ষোভ প্রদর্শন করার পর , ছাত্র সংগঠন AIDSO র সদস্যরা কলেজের মূল গেটের সামনে থেকে মিছিল করে শহরের স্টেশন রোডের কার্যালয়ে আসছিল । সেই সময় স্টেশন রোডের একটি দোকান থেকে তৃণমূল ছাত্র পরিষদের সদস্যরা AIDSO র সদস্যদের উপর বাঁশ সহ বিভিন্ন জিনিস দিয়ে আক্রমণ করে বলে অভিযোগ , AIDSO র সদস্যদের । এতে AIDSO র বেশ কয়েকজন সদস্য আহত হয় । এরপর আহতদের হলদিবাড়ি গ্রামীন হাসপাতালে নিয়ে আসে । বর্তমানে হলদিবাড়ি গ্রামীন হাসপাতালে প্রাথমিক চিকিৎসা চলছে তাদের । ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ও হাসপাতালে ছুটে আসে পুলিশ । পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights