শ্রীচৈতন্য গৌড়ীয় মঠের প্রাক্তন আচার্য্য শ্রীল ভক্তিবল্লভ তীর্থ গোস্বামী মহারাজের দিব্য জন্ম শতাব্দী


নিখিল ভারত শ্রীচৈতন্য গৌড়ীয় মঠের প্রতিষ্ঠাতা আচার্য্য ত্রিদন্ডিস্বামী শ্রীমদ্ভক্তি দয়িত মাধব গোস্বামী মহারাজের প্রিয় শিষ্য ও প্রতিষ্ঠানের পূর্বতন আচার্য্যদেব তথা বিশ্ব বৈষ্ণব রাজসভার প্রাক্তন অধ্যক্ষ নিত্যলীলাপ্রবিষ্ট ত্রিদন্ডিস্বামী শ্রীমদ্ভক্তিবল্লভ তীর্থ গোস্বামী মহারাজের জন্ম শতাব্দী সমারোহ অনুষ্ঠিত হতে চলেছে। এ উপলক্ষে মঠের বর্তমান আচার্য্য পূজ্যপাদ ত্রিদন্ডীস্বামী শ্রীমদ্ভক্তিবিচার বিষ্ণু গোস্বামী মহারাজের নির্দেশনা ও উপস্থিতিতে এবং শ্রীধাম মায়াপুরের শ্রীচৈতন্য গৌড়ীয় মঠের মঠরক্ষক ত্রিদন্ডীস্বামী শ্রীমদ্ভক্তিবৈভব নারায়ন মহারাজের ব্যাবস্থাপনায় হাওড়া জেলার উলুবেড়িয়া মহকুমার অন্তর্গত করাতবেড়িয়া গ্রামে ইউনাইটেড ভাটার ময়দানে আগামী ১৪ ও ১৫ ডিসেম্বর বিশাল নগর সংকীর্তন ও ধর্ম সভার আয়োজন করা হয়েছে। ১৪ই ডিসেম্বর শনিবার শ্রীধাম বৃন্দাবন,পুরি ও মায়াপুর থেকে পাঁচ শতাধিক আচার্য,সন্ন্যাসী, ব্রম্ভচারী ও সহস্রাধিক ভক্তের উপস্থিতিতে সমবেত আরতি ও মাঙ্গলিক মন্ত্রের মাধ্যমে অনুষ্ঠানের শুভারম্ভ হবে। অপরাহ্ন ৩ ঘটিকায় শ্রীল ভক্তিবল্লভ তীর্থ গোস্বামী গুরু মহারাজের বিগ্রহ দিব্য সুরম্য সুশোভিত রথে করে ভুবনমঙ্গল শ্রী হরিরাম সংকীর্তনের সঙ্গে নগর ভ্রমণ করবে। ১৫ই ডিসেম্বর রবিবার সকাল এবং সান্ধ্য অনুষ্ঠানে শ্রীল গুরুদেবের মহিমা কথামৃত পরিবেশিত হবে। সকাল ১০ টা থেকে নানাবিধ সুগন্ধ দ্রব্যাদি দ্বারা শ্রীল গুরুদেবের মহা অভিষেক, পূজা, বহুবিধ সুমিষ্ট ব্যঞ্জনাদির সঙ্গে ভোগ নিবেদনের পর আরতি। অনুষ্ঠান শেষে সকল ভক্তের জন্য মহাপ্রসাদের ব্যবস্থা থাকবে।

Thank you for reading this post, don't forget to subscribe!

About The Author


Verified by MonsterInsights