মৃন্ময় রায়,মেখলিগঞ্জ:আলিপুরদুয়ার জেলার ফালাকাটা ব্লকের ঐতিহ্যবাহী জটেশ্বর শিব চতুর্দশী উপলক্ষে মেলার শুভ সূচনা হল বৃহস্পতিবার বিকেলে। জটেশ্বর গোরুহাটি ময়দানে ফিতে কেটে ও নারকেল ফাটিয়ে মেলার শুভ উদ্বোধন করেন জটেশ্বর শিব মন্দিরের পুরোহিত দিলীপ গোস্বামী। এছাড়াও ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফালাকাটার বিধায়ক দীপক বর্মন ছিলেন জটেশ্বর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক অমিত কুমার দত্ত,জটেশ্বর দুই নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান লক্ষী পাল, উপপ্রধান অর্নব ঘোষ, ফালাকাটা পঞ্চায়েত সমিতির সদস্য অঘোরনাথ রায়, কার্তিক সাহা, বিশিষ্ট সমাজসেবী হৃষিকেশ দাস, তুষার ঘোষ দোস্তিদার,কমল কিশোর রায়,অনিমেষ রায় সহ বিশিষ্ট ব্যাক্তিবর্গ। জানা গিয়েছে জটেশ্বরের এই ঐতিহ্যবাহী মেলা চলবে পনেরো দিন। শিবরাত্রি উৎসব উপলক্ষে এই কয়েক দিন উৎসবের মেজাজে থাকেন জটেশ্বর সহ পার্শ্ববর্তী এলাকার মানুষ। জটেশ্বর বাজার লাগোয়া গোরুহাটির ময়দানে এই মেলা বসেছে।
