মৃন্ময় রায়,মেখলিগঞ্জ: ৩০ হাজার কুপন উদ্যোক্তাদের তরফে ছাপানো হয়েছিল যার মূল্য আনুমানিক ৬০ লাখ টাকা। এই টিকিট বিক্রির টাকা দিয়ে উদ্যোক্তাদের বিভিন্ন সামাজিক কাজ করার কথা ছিল। এই লাকি ড্র খেলা ওপেন পাবলিক প্লেসে হবার কথা ছিল।যেদিন খেলায় তারিখ ছিল সেদিন রাত ১ টা পর্যন্ত পেট্রল পাম্প এলাকায় বহু সংখ্যক মানুষ উপস্থিত থাকলেও খেলা হয়নি। পরদিন সকালে খেলার রেজাল্ট প্রকাশিত করে বিভিন্ন জায়গায় পাঠানো হয় যার ফলে বিভিন্ন জায়গায় ক্ষোভ সৃষ্টি হয়। লটারির ক্রেতারা লটারির অফিস ভাঙচুর করে ও জিনিসপত্র বেড় করে আগুন জ্বালিয়ে দেয়। তারপর লটারির ক্রেতারা উদ্যোক্তাদের নামে মেখলিগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করে। মেখলিগঞ্জ থানার ওসি মনিভূষণ সরকার সেই অভিযোগ গ্রহণ করে অভিযোগকারীদের রিসিভ কপি দেন। এই বিষয় নিয়ে মাথাভাঙ্গার এডিশনাল এসপি আইপিএস সন্দীপ গড়াই বলেন পুলিশ তদন্ত করছে।যারা দোষী আছে তাদের বিরুদ্ধে পুলিশ ব্যাবস্থা নেবে।মেখলিগঞ্জ থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে লটারি , অল্টো গাড়ি, চেয়ার টেবিল বাজেয়াপ্ত করে থানায় নিয়ে যায়। লটারি পরিচালনার ঘর সিল করে দেয়।
