মৃন্ময় রায়,মেখলিগঞ্জ: হলদিবাড়ি থানার উদ্যোগে শহরের নতুন বাস স্ট্যান্ডের ভবনে রক্তদান শিবিরের আয়োজন করা হয় । সোমবার ফিতে কেটে রক্তদান শিবিরের উদ্বোধন করেন মেখলিগঞ্জের বিধায়ক পরেশ চন্দ্র অধিকারী । তার সঙ্গে ছিলেন মাথাভাঙ্গার এডিশনাল এসপি আইপিএস সন্দীপ গড়াই, এসডিপিও আশিস পি সুব্বা,হলদিবাড়ি থানার আইসি কাশ্যপ রাই ,হলদিবাড়ির বিডিও রেনজি লামো শেরপা , হলদিবাড়ি পৌরসভার চেয়ারম্যান শংকর কুমার দাস, বিশিষ্ট সমাজসেবী মানস রায় বসুনিয়া, সহ অন্যান্য পুলিশ কর্মীরা। জলপাইগুড়ির ব্লাড ব্যাংক থেকে আগত ডা: তানিয়া ব্যানার্জি নেতৃত্বে একটি টিম এই রক্তদান শিবিরটি পরিচালনা করে । সংগৃহীত রক্ত জলপাইগুড়ি ব্লাক ব্যাংকে জমা রাখা হবে । এইসময় রক্তের আকাল দেখা দেয় বিভিন্ন ব্লাড ব্যাঙ্ক গুলোতে। ফলে সেই রক্তের সংকট মিটাতে এই রক্তদান শিবিরের আয়োজন ।
