প্রশিক্ষণপ্রাপ্ত দের হাতে মানপত্র তুলে দেওয়া হল


মৃন্ময় রায় মেখলিগঞ্জ: এসএসবি ১৭নম্বর ব্যাটেলিয়ন ফালাকাটা উদ্যোগে তরুণ তরুণীদের স্বনির্ভর করতে বিভিন্ন কর্মমুখী প্রশিক্ষণ আয়োজন করেছিল তার সমাপ্তি অনুষ্ঠান অনুষ্ঠিত হল। সোমবার জলপাইগুড়ি জেলার লুকশান চা বাগানের গোর্খা কমিউনিটি হলে ওই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। জানা গেছে মৌমাছি পালন, মাশরুম চাষ সহ বেসিক নার্সিং কোর্সের প্রশিক্ষণ দেওয়া হয়েছিল। পাশাপাশি মাশরুম চাষ করার জন্য প্রয়োজনীয় সামগ্রী বিতরণ করা হয়। সকল প্রশিক্ষণপ্রাপ্তদের এদিন সার্টিফিকেট প্রদান করা হয়। এছাড়াও এসএসবির উদ্যোগে বিদ্যালয় গুলোতে অঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছিল তার প্রথম, দ্বিতীয়, তৃতীয় স্থানাধিকারীদের পুরস্কার সহ মানপত্র তুলে দেওয়া হয়। এদিন ওই সমাপ্তি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এস এস বি ১৭নং ব্যাটেলিয়ন কমান্ড্যান্ট সঞ্জয় ত্রিপাঠী, ডেপুটি কমান্ড্যান্ট প্রভাকর সিং,লুকসান গ্রাম পঞ্চায়েতের প্রধান সোনালি বিশ্বাস, ডায়না ফরেষ্ঠ রেঞ্জ লালটু সরকার,লুকসান নেপালী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রভাত প্রধান সহ প্রমুখ।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights