পশ্চিমবঙ্গ তৃণমূল মাধ্যমিক শিক্ষক সংগঠনের প্রস্তুতি সভা


মোঃ জাকারিয়াঃ রায়গঞ্জঃ শুক্রবার পশ্চিমবঙ্গ তৃণমূল মাধ্যমিক শিক্ষক সংগঠনের পক্ষ থেকে শহীদ তর্পণ দিবস উপলক্ষে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। সভায় জেলার প্রায় ২০০-এর বেশি শিক্ষক ও শিক্ষিকা উপস্থিত ছিলেন। ১৯৯৩ সালের ২১শে জুলাই পুলিশের গুলিতে নিহত ১৩ জন শহীদের স্মৃতিতে প্রতি বছর এই দিনটি শহীদ তর্পণ দিবস হিসেবে পালন করা হয়। এবারও জেলার প্রায় ২০০ শিক্ষক ধর্মতলায় উপস্থিত হয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা জানাবেন। এবারের শহীদ দিবসটি বিশেষ তাৎপর্যপূর্ণ, কেননা ২০১৪ সালের লোকসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস উল্লেখযোগ্য ফলাফল করেছিল। জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশনা অনুযায়ী সংগঠনের সদস্যরা আগামীতেও কাজ করবেন বলে জানান।

About The Author


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights