এগরা শহরে বিজেপির দলীয় অফিস উদ্বোধন

Opera Snapshot_2022-01-05_134843_web.whatsapp.com

এগরাঃ পূর্ব মেদিনীপুর জেলার এগরা শহরে বিজেপির দলীয় অফিস উদ্বোধন করলেন মেদিনীপুরের সংসদ তথা প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। মঙ্গলবার বিকেলে ফিতে কেটে ও বিজেপির দলীয় পতাকা উত্তোলন করে এগরা শহরে এক নং ওয়ার্ডে দলীয় অফিস উদ্বোধন করেন। এছাড়া উপস্থিত ছিলেন কাঁথি সাংগঠনিক জেলার বিজেপির সভাপতি সুদাম পণ্ডিত, সাংসদ প্রতিনিধি আশিস নন্দ , দুই সাধারণ সম্পাদক অসীম মিশ্র ও তাপস দলাই প্রমূখ। এছাড়া এগরা পুর এলাকায় নিজের হাতে দেওয়ার লিখে প্রচার অভিযান শুরু করেন।

Thank you for reading this post, don't forget to subscribe!

About The Author


Verified by MonsterInsights