ইন্দ্রজিৎ আইচঃ মধ্য কলকাতা ক্লাব সমন্বয় সমিতির আয়োজনে শিয়ালদহ সন্তোষ মিত্র স্কোয়ার (লেবুতলা পার্কে) উদ্বোধন হলো খাদ্য মেলার। নাম দেওয়া হয়েছে চেটেপুটে।এই মেলার উদ্বোধন করেন অভিনেতা অম্বরিশ ভট্টাচার্য, তবলিয়া মল্লার ঘোষ, আবৃত্তিকার মল্লিকা ঘোষ, সমাজসেবী প্রদীপ ঘোষ এবং স্থানীয় পৌরপিতা সজল ঘোষ(দেবু)। সকলেই এই খাদ্য মেলা নিয়ে ভূয়সী প্রশংসা করেন। এক সাংবাদিক সম্মেলনে এই মেলার আয়োজক সজল ঘোষ জানালেন আমরা ছয় বছর ধরে এই মেলা করছি। এবার ৫৬ টি স্টল হয়েছে। ১০ ফেব্রুয়ারি থেকে ১৩ ফেব্রুয়ারি ২০২২ এই মেলা চলবে। বেলা ১২ টা থেকে রাত ১০ টা পর্যন্ত এই মেলা চলবে। বিরিয়ানি, বিভিন্ন কাবাব, ফিসফ্রাই, আমিষ, নিরামিষ, কেক, মিষ্টি, চকলেট ,ফুচকা, আইসক্রিম, ভেলপুরী, পাপড়ি চাট , চাইনিজ থেকে কন্টিনেন্টাল সব ধরণের খাবার এখানে পাওয়া যাবে। এই মেলার এবারের ট্যাগ লাইন হলো
” যা দেবে অঙ্গে তাই যাবে সঙ্গে “। সব মিলিয়ে জমে উঠেছে চেটেপুটে খাদ্যমেলা।