ইন্দ্রজিৎ আইচঃ জনপ্রিয় লেখক অশোকেশ মিত্রর প্রকৃতি নিয়ে লেখা বই ” গাছেদের কথা” প্রকাশিত হলো এই বই মেলা ২০২২ এ। প্রকৃতি প্রেমী অশোকেশ মিত্র এই বইতে লিখেছেন অর্জুন, অশোক, আতা, আম, কদম, কাঁঠাল, কৃষ্ণচূড়া, ছাতিম, জবা, তালগাছ, দেবদারু, নারকেল, নিম, পলাশ, বট, বেল, শিউলি, শিমুল, শিশু প্রমুখ এই গাছ গুলির প্রকৃতি, কোন মাটি কোন আবহাওয়া, কোন সময় ফুল ফল হয়, পোকা মাকর থেকে সার ও জল কোন সময় দেওয়া হয় এই গুলো নিয়ে বিস্তারিত ভাবে লিখেছেন এই বইতে। ৮৮ পাতার এই কালার ফুল বইতে সুন্দর রঙিন ছবি দিয়ে দারুন করেছেন কথোপকথন প্রোডাকসসন। বই এর দাম ২২৫ টাকা। অশোকেশ মিত্র র লেখা এই বই গাছেদের কথা সকলের সংগৃহের যোগ্য।
Thank you for reading this post, don't forget to subscribe!