প্রত্যন্ত এলাকার খেলোয়াড়দের উৎসাহিত করতে রঘুনাথপুর 1 নম্বর ব্লকের গোপীনাথপুর স্পোর্টিং ক্লাবের উদ্যোগ

36d8dc9d-5abc-4511-83d8-70dfa8ee76c4

অরবিন্দ মাহাতো,পুরুলিয়াঃ রঘুনাথপুর 1 নম্বর ব্লকের অন্তর্গত গোপীনাথপুর গ্রামের গোপীনাথপুর স্পোর্টিং ক্লাবের উদ্যোগে পাঁচ দিনব্যাপী এক ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে। আইপিএল এর আদলে টুর্নামেন্টের নামকরণ করা হয়েছে জিপিএল । অর্থাৎ গোপীনাথপুর প্রিমিয়ার লিগসোমবার বেলা দশটা নাগাদ গোপীনাথপুর ক্রিকেট ময়দানে এই টুর্নামেন্টের শুভ উদ্বোধন হয়। প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে মোট 16 টি টিম। টুর্নামেন্টের প্রথম খেলাটি অনুষ্ঠিত হয় বিবেক ইলেভেন এবং এর রাইডি তাজ এই দুই দলের মধ্যে। ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে আগামী 12 ই ফেব্রুয়ারি বেলা দুটো থেকে। উদ্যোক্তারা জানান গ্রামীণ এলাকায় প্রতিভাবান খেলোয়াড়দের উৎসাহিত করতে এবং শরীরচর্চার প্রয়োজনে তাদের এই উদ্যোগ। এ দিনের খেলাকে ঘিরে দর্শকদের উৎসাহ উদ্দিপনা ছিল চোখে পড়ার মতো।

Thank you for reading this post, don't forget to subscribe!

About The Author


You may have missed

Verified by MonsterInsights