অনুষ্ঠিত হতে চলেছে” রাওয়া” কলকাতার আয়োজনে এই প্রথম সংগীত প্রতিযোগিতা


ইন্দ্রজিৎ আইচঃ এই প্রথমবার রাওয়া (রেনাইস্যান্স আর্টিস্ট এন্ড রাইটার্স এসোসিয়েশনের) কলকাতা চেপ্টার এর আয়োজনে কলকাতার সাইন্স সিটিতে হতে চলেছে ৬২ দিনের এক বিরাট সংগীত প্রতিযোগিতা। সম্প্রতি এক সাংবাদিক সম্মেলনে কলকাতা প্রেস ক্লাবে এই কথা জানালেন সংস্থার সম্পাদক চিত্তিপ্রভা নন্দ। তিনি আরো জানালেন কোভিড প্রটোকল মেনে আলাদাভাবে আমরা এডিসন নেবো আলাদা আলাদা দিনে, সবটাই হবে সাইন্স সিটি মিনি অডিটোরিয়ামে। এখানে রবীন্দ্রনাথ ঠাকুরের পূজা পর্যায় এর গান, নজরুল গীতি, আধুনিক গান, হিন্দি, সংস্কৃতি, কিত্তন, টপ্পা, বাউল, দরবারী কানাডা, ওয়েস্টার্ন, ঝুমুর, উচ্চাঙ্গ সংগীত, ভজন সব ধরনের গান গাওয়ার সুযোগ পাবেন প্রতিযোগিরা। ৭ থেকে ৭০ বছরের সকলেই সুযোগ পাবেন। ১৫ ই ফেব্রুয়ারি থেকে রাওয়া অন লাইন রেজিস্টেশন ফর্ম ফেলাপ করা হবে। আগামী বছর ১৫ ই ফেব্রুয়ারি থেকে ১৫ ই মার্চ এই প্রতিযোগিতা চলবে। ফাইনাল জানিয়ে দেওয়া হবে কবে হবে, এই অনুষ্ঠানের ইভেন্ট অর্গানাইযার অচিন্ত কুমার মেহেতা জানালেন দুটি পর্বে এই সংগীত প্রতিযোগিতা হবে। বড় দের মধ্যে প্রথম যিনি হবেন তাকে পুরস্কার মূল্য দেওয়া হবে এক লক্ষ টাকা, দ্বিতীয় জন পাবেন ৭৫ হাজার টাকা, তৃতীয়জন পাবেন ৫০ হাজার টাকা, জুনিয়ার গ্রুপে প্রথম জন পাবেন ৫০ হাজার টাকা , দ্বিতীয়জন পাবেন ৪০ হাজার টাকা, তৃতীয় জন পাবেন ৩০ হাজার টাকা। প্রতিযোগিতায়
বিচারক থাকবেন হৈমন্তী শুক্লা, শ্রীরাধা বন্দ্যোপাধ্যায়, সুস্মিতা গোস্বামী, মনোময় ভট্টাচার্য। থাকতে পারেন মুম্বাইয়ের দুই শিল্পী শ্রেয়া ঘোষাল এবং সোনু নিগম। এই সংস্থার সহ সম্পাদক সুস্মিতা দে জানালেন প্রয়াত গীতিকার সুরকার প্রভাত রঞ্জন সরকারের জন্ম শতবর্ষে তার স্মৃতিতে এই সংগীত প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে। এই সংঘটনের পক্ষে অসিতিমা দেবনাথ জানালেন এই সংগীত প্রতিযোগিতা র নামকরণ করা হয়েছে গ্র্যান্ড প্রভাত সংগীত ফেস্টিভ্যাল ২০২২। রেজিস্টেশন করতে হবে ২৫০ টাকা দিয়ে,যেটা নেওয়া হবে ডোনেশন এর ভিত্তিতে।

Thank you for reading this post, don't forget to subscribe!

About The Author


Verified by MonsterInsights