” জন্ম জয়ন্তী “


ডাক্তার পাঁচু গোপাল বিশ্বাস:- হোমিওপ্যাথির স্রষ্টা মহাত্মা হ্যানিম্যান এর ২৬৮ তম জন্ম জয়ন্তী উপলক্ষ্যে হোমাই এর অশোকনগর উনিটের পরিচালনায় ১০ ই এপ্রিল ২০২২ অশোকনগর প্রজ্ঞানানন্দ স্বরসতী সেবা সদনের চক্ষু বিভাগের সামনে হ্যানিম্যান এর মূর্তিতে মাল্য দান করে হ্যানিম্যান-এর জীবনী ও তাঁর সৃস্টি হোমিওপ্যাথি নিয়ে বক্তব্য রাখেন উপস্থিত ডাক্তারবৃন্দ। এর পর ১৭ ই এপ্রিল ২০২২ রবিবার ওয়েস্ট বেঙ্গল গভর্মেন্ট পেনশনার এসোসিয়েশন অশোকনগর শাখার পরিপূর্ণ প্রেক্ষাগৃহে বিশ্ব হোমিওপ্যাথি দিবসে হোমিও বিজ্ঞান সভায় আর্ট অফ প্রেসক্রিপশনের উপর বিশদ ভাবে বক্তব্য রাখেন ডাক্তার সিদ্ধেশ্বর মন্ডল এবং ডাক্তার মিলন কান্তি পাল। হোমাই এর অশোকনগর উনিটের সম্পাদক ডাক্তার সুকান্ত মজুমদার জানালেন প্রতি মাসের তৃতীয় রোববার হোমিওপ্যাথির প্রচার ও প্রসারে হোমিও বিজ্ঞান সভা ও বিনামূল্যে হোমিও চিকিৎসা পরিষেবা প্রদান করা হয়। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রবীন ডাক্তার অমল কান্তি গাঙ্গুলী, ডাক্তার হিরন্ময় পান্ডে, ডাক্তার সবিতা দত্ত, ডাক্তার সুশীল কুমার ভট্টাচার্য্য, ডাক্তার অধীর ভট্টাচার্য্য, ডাক্তার তপন ভট্টাচার্য্য,

Thank you for reading this post, don't forget to subscribe!

About The Author


Verified by MonsterInsights