ক্ষোভে ফেটে পড়েন কামতাপুর স্টুডেন্ট অর্গানাইজেশন

c655eef2-f062-4672-a31e-9df50864d6c1

ময়নাগুড়িঃ কামতাপুর স্টুডেন্ট অর্গানাইজেশন এর উপদেষ্টা অবনিশ রায়কে বহিরাগত আখ্যা দেওয়ার প্রতিবাদে সাংবাদিক বৈঠক করলেন কেএসও। সোমবার উপদেষ্টার নিজ বাড়িতেই এই বৈঠক করেন তারা। উল্লেখ্য, গত রবিবার ময়নাগুড়ির কদমতলা এলাকায় মদ বিরোধী অভিযান করেন স্থানীয় মহিলারা। সেই অভিযান করার সময় সাংবাদিকদের সামনে ওই এলাকার যুবক এবং ভূমিপুত্র অবনিশ রায়কে বহিরাগত বলেন। এরপর সংবাদ মাধ্যমে সেই খবরটি দেখার পর ক্ষোভে ফেটে পড়েন কামতাপুর স্টুডেন্ট অর্গানাইজেশন। সোমবার এরই প্রতিবাদে সাংবাদিক বৈঠক করেন কেএসও। তারা বলেন, দীর্ঘ দিন থেকেই কামতাপুরী আন্দোলনের সাথে যুক্ত রয়েছেন অবনিশ রায়। এমনকি বর্তমানে তিনি কেএসও এর উপদেষ্টা মন্ডলীর সদস্য। তার নিজের গ্রামের বাড়ি মাধবডাঙ্গা ১ নং গ্রাম পঞ্চায়েত এলাকায়। কিছু অপরিচিত ব্যক্তি তার সত্যতা যাচাই না করেই সাংবাদিকদের সামনে তাকে বহিরাগত বলেছেন তার যদি তারা সঠিক প্রমান দেখাতে না পারেন তবে মিডিয়ার সামনে সেই ব্যক্তিকে ক্ষমা চাইতে হবে। অন্যথায় আমরা এর বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানাবো।

Thank you for reading this post, don't forget to subscribe!

About The Author


Verified by MonsterInsights