বিশ্বজিৎ নাথঃ অভিনব উদ্যোগ কাঁকিনাড়ার পথের দিশার। এই সমাজসেবী সংস্থার জন্মদিনে ৫০ জন দৃষ্টিহীনদের হাতে সপ্তাহের খাদ্যসামগ্রী তুলে দেওয়া হয়। জানা গিয়েছে, বৃহস্পতিবার চার বছরে পা রাখল কাঁকিনাড়ার পথের দিশা। এদিন কাঁটাডাঙ্গা শতদল মাঠে ওই সংস্থার পক্ষ থেকে দৃষ্টিহীনদের খাদ্যসামগ্রী প্রদানের পাশাপাশি তাদেরকে মধ্যাহ্ন ভোজন করানো হয়। তবে এঁরা কেউই ভিক্ষাবৃত্তি করেন না।শিয়ালদহ মেইন শাখা ও দক্ষিণ শাখায় এঁরা কেউ ট্রেনে হকারি করেন, আবার কেউ ট্রেনে ফেরি করেন। পথের দিশার সম্পাদক তন্ময় বিশ্বাস বলেন, সমাজের পিছিয়ে পড়া মানুষজনের সাহায্যের ব্রত নিয়েই পথচলা শুরু করেছি। এদিন চার বছরে পা রাখল তাদের এই স্বেচ্ছাসেবী সংস্থা। শুধু কাঁকিনাড়া এবং তার পাশ্ববর্তী অঞ্চল নয়। ঝাড়গ্রাম, সুন্দরবন, নামখানা, বারুইপুর-সহ রাজ্যের বিভিন্ন প্রান্তে অসহায় মানুষদের সাহায্যের হাত বাড়িয়ে দেওয়া হয়েছে। সংস্থার আরেক অন্যতম সদস্যা টুম্পা বিশ্বাস বলেন, করোনাকালে কাঁকিনাড়া অঞ্চলে একটানা অসহায় মানুষজনকে খাদ্যসামগ্রী প্রদান করা হয়েছিল। তাছাড়া মধ্যাহ্নের খাবারও দেওয়া হয়েছিল। বিশেষ করে ইটভাটার অসহায় শ্রমিক পরিবারের মুখে অন্ন তুলে দেওয়া হয়েছিল। টুম্পা দেবীর কথায়, বছরের সারাটা সময় নিজেদের সেবায় নিয়োজিত রাখতে চায় পথের দিশা।
Thank you for reading this post, don't forget to subscribe!