আগামী ২৮ থেকে ৩০ সে মার্চ কলকাতায় আই.সি.সি.আর নন্দলাল বসু আর্ট গ্যালারি একটি ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী থাকতে চলেছে । শিল্পী সুরথ চক্রবর্তী এবং মডেল শর্মিষ্ঠা রায় চৌধুরীর উদ্যোগে এখানে আয়োজিত হতে চলেছে “The Shades Of Nude” এর দ্বিতীয় পর্বের অনুষ্ঠান । এই অনুষ্ঠানে ভারতের প্রথিতযশা পঞ্চাশজন চিত্রশিল্পী এবং সমাজের বহু বিশিষ্ট ব্যক্তিত্ব উপস্থিত থাকছেন, তবে প্রধান অতিথি হিসেবে আমন্ত্রণ জানানো হয়েছে ভারতবর্ষের অন্যতম প্রাচীন রাজনৈতিক দল হিন্দুমহাসভার রাজ্য সভাপতি ডক্টর চন্দ্রচূড় গোস্বামীকে । হিন্দুমহাসভা সূত্রে খবর চন্দ্রচূড় বাবু আমন্ত্রণপত্র গ্রহণ করার পাশাপাশি সুরথ চক্রবর্তী এবং শর্মিষ্ঠা রায় চৌধুরীকে হিন্দুমহাসভার সাম্মানিক সদস্যতা প্রদান করেছেন ।
এই বিষয়ে হিন্দু মহাসভার রাজ্য সভাপতি ডক্টর চন্দ্রচূড় গোস্বামীর বক্তব্য সেই প্রাচীন যুগ থেকেই ভারতবর্ষ সারা পৃথিবীতে শিল্প, স্থাপত্য ও ভাস্কর্যের পীঠস্থান হিসেবে সমাদৃত । অজন্তা, ইলোরা, খাজুরাহো, কোনারক সূর্যমন্দির ইত্যাদি ভারতের আত্মা, আধ্যাত্মিকতা এবং শিল্প সৃষ্টিতে উদার ও স্বাধীন মানসিকতার নিদর্শন বহন করছে । শিল্পীর তুলির টান এবং হাঁতুড়ির আঘাতে সৃষ্টি হয়েছে কালজয়ী নগ্ন নারীমূর্তি যা সেই সময়ে সামাজিক উদারতা এবং সমাজে নারীর ক্ষমতায়নকে নির্দেশ করে । নারীদেহ সৌন্দর্যের প্রতীক তাই যে ব্যক্তি তার শিল্পের মাধ্যমে নগ্ন নারীদেহকে দেবী রূপে ফুটিয়ে তুলেছেন, বুঝতে হবে সেই শিল্পী প্রতিটি নারীকে সম্মান ও শ্রদ্ধা করতে জানেন । আর যে সমাজ নারীদেহকে লজ্জার আসবাব মনে করে, তারা আসলে নারীকে হাতের মুঠোয় রাখতে বা পদদলিত করতে চায় কারন তারা নারীর ক্ষমতায়নকে ভয় পায়। মুঘল যুগে বেশকিছু ক্ষেত্রে সমাজে নারীদের স্বাধীনতা খর্ব করা হয়েছিল এবং সত্যি বলতে পর্দাপ্রথা কখনোই ভারতীয় সমাজ ও সংস্কৃতির অংশ নয় । বেঙ্গল ক্রিয়েটিভ ক্লাবের সদস্যরা যে স্বাধীন চিন্তাচেতনা ও সাহসী পদক্ষেপের নিদর্শন রাখছেন তাতে আমাদের সকলেরই ওনাদের শুভেচ্ছা ও ধন্যবাদ জানানো উচিত । বেঙ্গল ক্রিয়েটিভ ক্লাবের সভাপতি সুরথ চক্রবর্তীর বক্তব্য বিশিষ্ট শিক্ষাবিদ ও সমাজসেবী ডক্টর চন্দ্রচূড় গোস্বামীকে প্রধান অতিথি ও আমাদের ক্লাবের মুখ্য উপদেষ্টা হিসেবে পেয়ে আমরা গর্বিত । আমি ব্যক্তিগত ভাবে মনে করি আমাদের উদ্যোগ সমাজের দৃষ্টান্ত স্থাপন করবে এবং আমাদের এই উদার শিল্পসাধনা আগামী দিনে সমাজে ধর্ষণ ও নারী নির্যাতনের মত ব্যাধিকে নিয়ন্ত্রণ করতে সাহায্য করবে । মডেল শর্মিষ্ঠা রায় চৌধুরীর বক্তব্য আর্ট কলেজ থেকে পাস করার পর চিত্রশিল্পীদের ন্যুড স্টাডি করার আর সুযোগ হয়না । কিন্তু শিল্প সৃষ্টির তাগিদে মানুষের সৌন্দর্য্য ও শরীরের গঠন বা অ্যানাটমি সম্পর্কে জানতে অবশ্যই ন্যুড স্টাডি অপরিহার্য । শিল্পের স্বার্থে ন্যুড মডেল হিসেবে কাজ করতে পেরে আমি গর্বিত । হিন্দুমহাসভার অফিস সেক্রেটারি অনামিকা মন্ডল জানিয়েছেন হিন্দুমহাসভার মুখপত্র “স্বস্তিক নিউজ চ্যানেলে” সমগ্র অনুষ্ঠানটির নির্বাচিত অংশ লাইভ টেলিকাস্ট করা হবে যাতে সারা পৃথিবীর মানুষ এই কর্মকাণ্ডের সাথে নিজেদের সম্পৃক্ত করতে পারে । সমগ্র অনুষ্ঠানটির সাফল্য কামনা করে হিন্দুমহাসভা পশ্চিমবঙ্গের পক্ষ থেকে বেঙ্গল ক্রিয়েটিভ ক্লাবকে শুভেচ্ছাপত্র প্রদান করা হয়েছে ।