মুরুটিয়া থানায় একটি রক্তদান শিবির


নদীয়া করিমপুর থেকে বিশ্বজিৎ রায়ঃ আজ নদিয়া জেলার মুরুটিয়া থানায় একটি রক্তদান শিবিরের আয়োজন করা হয় ডোমকল থেকে মেডিকেল টিম এখানে আসে স্বেচ্ছায় রক্তদান করে মঞ্চে উপস্থিত ছিলেন করিমপুর সার্কেলের সার্কেল ইন্সপেক্টর ওমর ফারুক সাহেব মুরুটিয়া থানার ভারপ্রাপ্ত আধিকারিক সুরজিৎ ঘোষ মহাশয় করিমপুর ব্লকের ভিডিও সাহেব অনুপম ব্যানার্জি এছাড়া রেডক্রস সোসাইটির সম্পাদক তারক নাথ দে মহাশয় নাচ গান আবৃত্তি ও বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠানটি এগিয়ে চলে জনমানুষের মাঝে বিশেষ প্রভাব ফেলে এই অনুষ্ঠান।

Thank you for reading this post, don't forget to subscribe!

পাশাপাশি নেহেরু যুব কেন্দ্র এর পক্ষ থেকে স্বচ্ছতা অ্যাওয়ারনেস প্রকল্পে আজ 26 শে জানুয়ারি নদীয়ার করিমপুরে থানার মোড়ে নজরুলের আবক্ষ মূর্তি পরিষ্কার করা হলো তৎসহ পরিষ্কার-পরিচ্ছন্নতায় হাত লাগিয়েছে করিমপুর জামতলার কে যে দিশারী ওয়েলফেয়ার সোসাইটি সংস্থার বিভিন্ন সদস্য সদস্যরা পরিষ্কার-পরিচ্ছন্নতার দিকে বেশি গুরুত্ব দেন উপস্থিত ছিলেন সংস্থার সম্পাদক সভাপতি এবং অন্যান্য সদস্যরা সংস্থার সভাপতি অজয় কুমার সাহা এবং সম্পাদক বিদ্বান ব্যানার্জি উপস্থিত ছিলেন।

About The Author


Verified by MonsterInsights