মালদাঃ অল্প বৃষ্টিতেই জলমগ্ন হয়ে যেত ইংরেজবাজার পৌরসভার বিভিন্ন এলাকা। চেয়ারম্যানের দায়িত্ব নেওয়ার পরই দ্রুত তৎপরতার সাথে সমস্যা সমাধানে উদ্যোগী কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী। সেইমতো রবিবার ইংরেজবাজার পৌরসভার ২৪ ও ২৫ নম্বর ওয়ার্ডের লেক গার্ডেন, ঘোষপাড়া সহ একাধিক এলাকা পরিদর্শন করেন তিনি। তার পাশাপাশি একাধিক নিকাশি নালা দ্রুত তৎপরতার সাথে পরিষ্কার করার উদ্যোগ নেন চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী। কোথাও সাফাই কর্মীদের দিয়ে আবার কোথাও জেসিপি দিয়ে চলে নিকাশি নালার পরিষ্কারের কাজ। পৌরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী নিজে উপস্থিত থেকে তদারকি করেন সমস্ত বিষয়।
Thank you for reading this post, don't forget to subscribe!