ফেসবুক থেকে আগামী ৩০ জুন পর্যন্ত অবসর নিলেন মদন মিত্র


বিশ্বজিৎ নাথঃ ফেসবুক থেকে আগামী ৩০ জুন পর্যন্ত অবসর নিলেন ‘ ও লাভলি’ উক্তির জনক তথা কামারহাটির তৃণমূল বিধায়ক মদন মিত্র। বৃহস্পতিবার রাতে ফেসবুক লাউভ করে নিজের এই সিদ্ধান্ত জানালেন মদন মিত্র। ফেসবুকে লাইভে তিনি বললেন, একটা জায়গা থেকে নির্দেশ এসেছে ফেসবুক ছেড়ে দেবার জন্য। বেশি ফেসবুক করলে ফেসলুকের গ্ল্যামার নষ্ট হয়ে যাবে। বিধায়ক মদন মিত্রের দাবি, তিনি ফেসবুক করেন তৃণমূলের দয়ায়। দল যা নির্দেশ দেবে, তা মেনে চলবো। তবে দলের হয়ে প্রচার কিংবা কোনও অনুষ্ঠান অথবা দলের হয়ে আন্দোলনে সামিল হওয়া, এসব অবশ্যই প্রচার করা যাবে বলে এদিন সাফ জানিয়ে দিলেন কামারহাটির বিধায়ক।

Thank you for reading this post, don't forget to subscribe!

About The Author


Verified by MonsterInsights