a4a79d06-0d76-4e72-97db-bac48d6227b3

ইন্দ্রজিৎ আইচঃ ভারত সেবাশ্রম সঙ্ঘের প্রতিষ্ঠাতা স্বামী প্রণবানন্দ মহারাজের ১২৭ তম আবির্ভাব বর্ষ উপলক্ষে দীর্ঘ কোভিড পরিস্থিতি কাটিয়ে ভারত সেবাশ্রম সঙ্ঘে মহা সাড়ম্বরে পালিত হচ্ছে মাঘী পুর্নীমা উতসব। এ উপলক্ষে কলকাতার বালিগঞ্জে সঙ্ঘের প্রধান কার্যালয়ে সকাল থেকে দিনভোর চলে নানা অনুষ্ঠান। সকাল থেকে পুজা পাঠ, ভোগ প্রসাদ বিতরন অনুষ্ঠানে হাজার হাজার ভক্ত,সন্নাসী ও স্বেচ্ছাসেবক অংশ নেন।সঙ্ঘের প্রধান সম্পাদক স্বামী বিশ্বাত্মানন্দ মহারাজ বলেন, স্বামী প্রণবানন্দ মহারাজের দেখানো পথেই মানুষের সেবার মাধ্যমে সঙ্ঘকে এগিয়ে নিয়ে যাচ্ছেন সঙ্ঘের বর্তমান সন্নাসীরা। গুরু মহারাজের আবির্ভাব তিথির আগেই কোভিড কিছুটা স্থিমিত হয়ে গেছে। তার পরেও সঙ্ঘ থেকে কোভিড বিধি মেনে চলতে এবছর সঙ্ঘ বিশেষ কোনো অনুষ্ঠান কর্মসূচী রাখেনি। তা সত্ত্বেও হাজার হাজার ভক্ত সমাগম হয়েছে এদিন স্বামীজীর প্রতি শ্রদ্ধা জানাতে।

Thank you for reading this post, don't forget to subscribe!

About The Author


Enable Notifications OK No thanks
Verified by MonsterInsights