বুধবার মহদীপুর স্থলবন্দরে দুই দেশের প্রতিনিধিদের নিয়ে অনুষ্ঠিত হল এক আলোচনা সভা


মালদা- ভারত- বাংলাদেশের মধ্যে আন্তর্জাতিক ব্যবসা-বাণিজ্য আরো উন্নতি করতে এবং ঘরোয়া আলোচনার মাধ্যমে বিভিন্ন সমস্যা সমাধানের লক্ষ্যে বুধবার মহদীপুর স্থলবন্দরে দুই দেশের প্রতিনিধিদের নিয়ে অনুষ্ঠিত হল এক আলোচনা সভা। ভারতীয় ব্যবসায়ীদের সাথে দুই দেশের মধ্যে ব্যবসায়িক উন্নতির জন্য বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন বাংলাদেশের ডেপুটি হাইকমিশনার সহ অন্যান্য কর্মকর্তারা। এদিকে দুই দেশের মধ্যে আমদানি-রফতানি আরো উন্নতি করতে মহদীপুর সিএনএফ এজেন্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে বাংলাদেশের ডেপুটি হাইকমিশনের কাছে বেশ কিছু বিষয়ে দাবি জানানো হয়। এছাড়াও এক্সপোর্ট ব্যবসায়ীদের বিভিন্ন সমস্যা ও তার সমাধান নিয়ে আলোচনা করেন দুই পক্ষের কর্তারা। তার পাশাপাশি এদিন ভারত-বাংলাদেশের মহদীপুর স্থলবন্দর এবং পার্কিং জোন গুলি পরিদর্শন করে দেখা হয়। উপস্থিত ছিলেন ডেপুটি হাইকমিশনার বাংলাদেশ সোনা মসজিদ স্থল কাস্টম মোহাম্মদ মনিরুল ইসলাম, রাজস্ব কর্মকর্তা নাসিরুদ্দিন, সহকারী রাজস্ব কর্মকর্তা সাইফুল ইসলাম, অ্যাসিস্ট্যান্ট কমিশনার মালদা কাস্টম দেবাশীষ মুখার্জী, মহদীপুর সিএনএফ এজেন্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সভাপতি তথা মহদীপুর এক্সপোর্ট অ্যাসোসিয়েশন এর সম্পাদক প্রসেনজিৎ ঘোষ, সম্পাদক ভূপতি মন্ডল, রপ্তানিকারক হৃদয় ঘোষ সহ অন্যান্যরা। এই বিষয়ে অ্যাসিস্ট্যান্ট কমিশনার মালদা কাস্টম দেবাশীষ মুখার্জী জানান দুই দেশের বাণিজ্য কিভাবে আরো ফলপ্রসূ করা যায় এবং যে যে সমস্যা রয়েছে ঘোরুয়া ভাবে নিজেদের মধ্যে আলোচনা করে মীমাংসা করা যায় মূলত তা নিয়েই বাংলাদেশের প্রতিনিধিদের নিয়ে আজকের এই আলোচনা। অন্যদিকে এই বিষয়ে মহদীপুর এক্সপোর্ট অ্যাসোসিয়েশন এর সম্পাদক প্রসেনজিৎ ঘোষ জানান ব্যবসা-বাণিজ্য আরো উন্নতি করতে দুই দেশের মধ্যে আলোচনা সভার আয়োজন করা হয়েছিল।

Thank you for reading this post, don't forget to subscribe!

About The Author


Verified by MonsterInsights