মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের অনুপ্রেরণায় এবং পশ্চিমবঙ্গ সরকারের যুব কল্যাণ বিভাগ আয়োজিত দেশনায়ক নেতাজি সুভাষচন্দ্র বসুর ১২৬ তম জন্মজয়ন্তী উপলক্ষে ইংলিশ বাজার ব্লক প্রশাসনের ব্যবস্থাপনায় মহদীপুর হাইস্কুল ময়দানে অনুষ্ঠিত হল সুভাষ উৎসব

মালদা: মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের অনুপ্রেরণায় এবং পশ্চিমবঙ্গ সরকারের যুব কল্যাণ বিভাগ আয়োজিত দেশনায়ক নেতাজি সুভাষচন্দ্র বসুর ১২৬ তম জন্মজয়ন্তী উপলক্ষে ইংলিশ বাজার ব্লক প্রশাসনের ব্যবস্থাপনায় মহদীপুর হাইস্কুল ময়দানে অনুষ্ঠিত হল সুভাষ উৎসব।
এই উপলক্ষে এক বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করা হয়েছিল। দেশের জাতীয় পতাকা উত্তোলন এবং দেশনায়ক নেতাজি সুভাষচন্দ্র বসুর আবক্ষ মূর্তিতে মাল্যদান ও প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে সুভাষ উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। উপস্থিত ছিলেন ইংলিশ বাজার ব্লকের বিডিও সৌগত চৌধুরী, জেলা পরিষদের সদস্য প্রতিভা সিং, মহদীপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান কৃষ্ণাসুতার ঘোষ, সমাজসেবী চন্দন ঘোষ সহ অন্যান্যরা। তার পাশাপাশি দেশনায়কের জন্মদিন উপলক্ষে করোনা বিধি মেনে বিভিন্ন প্রতিযোগিতা মূলক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। এদিকে নেতাজির জন্ম জয়ন্তীর পুণ্য লগ্নে মহদীপুর হাইস্কুল প্রাঙ্গণে সদ্য নির্মিত রবীন্দ্র নজরুল মঞ্চের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। এই বিষয়ে মহদিপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান কৃষ্ণসুতার ঘোষ জানান স্কুলের শিক্ষক শিক্ষিকা ছাত্র-ছাত্রী এবং এলাকাবাসীদের দীর্ঘদিনের দাবি ছিল এই মঞ্চের। সেইমতো দেশনায়ক নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্ম জয়ন্তীর পূর্ণ লগ্নে আজ এই মঞ্চের আনুষ্ঠানিক উদ্বোধন করা হলো। অন্যদিকে এই বিষয়ে বিডিও সৌগত চৌধুরী জানান নেতাজির জন্মজয়ন্তী উপলক্ষে ব্লক প্রশাসনের ব্যবস্থাপনায় আজ মহদীপুর হাইস্কুল প্রাঙ্গণে সুভাষ উৎসবের আয়োজন করা হয়েছে। তার পাশাপাশি ব্লক জুড়ে বিভিন্ন অনুষ্ঠান চলছে।
