মালদাঃ ফিল্মি কায়দায় গৃহবধূকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে পরনের সোনার অলংকার ছিনতাই করে পালালো দুষ্কৃতীরা শনিবার সকালে চাচোল এর বড়গাছী এলাকার ঘটনা। ওই গৃহবধূর পরনের দেড় ভরি সোনার অলংকার ছিনতাই করে পালালো দুষ্কৃতীরা। শনিবার সকালে যখন গৃহবধূ বাড়ির শৌচাগারে যায় তখনই শৌচাগার থেকে বেরোনোর সময় পাঁচজন একটি দুষ্টু দল তার মুখে কাপড় বেঁধে দিয়ে তার পরনের সোনার অলংকার ছিনিয়ে নেয় সে বাধা দিতে গেলে তার গলায় ছুরি দিয়ে আঘাত করে ওর হাতে আঘাত করে। ঘটনাস্থলে চাচল থানার পুলিশ ইতিমধ্যে তদন্ত শুরু করেছে পুলিশ সূত্রে জানা যায় গৃহবধূর নাম লুৎফা দিবি 6 মার্চ তাদের বিবাহ হয়। তার স্বামী হযরত বেলাল স্বামীর বাড়ি এটার কাপাসিয়া এলাকায় সে তার বাবার বাড়ি চাচোল এর বহিরগাছি এলাকায় এসে চলো ঘুরতে।
Thank you for reading this post, don't forget to subscribe!