আগামী ২৭ তারিখ ১০৮ টি পৌরসভার সাথে হতে চলেছে ইংরেজবাজার পৌরসভার নির্বাচন


মালদা: আগামী ২৭ তারিখ ১০৮ টি পৌরসভার সাথে হতে চলেছে ইংরেজবাজার পৌরসভার নির্বাচন। সেই নির্বাচনকে সামনে রেখে বিভিন্ন ওয়ার্ডের প্রার্থীদের নিয়ে  বুধবার দুপুরে ইংলিশ বাজার বিধানসভার বিধায়িকা শ্রীরূপা মিত্র চৌধুরীর নেতৃত্বে বিজেপি প্রার্থীও কর্মী সমর্থকদে নিয়ে এক মিছিলের আয়োজন করা হয়েছিল। মিছিল শেষে হয়ে প্রার্থীরা জেলা প্রশাসক ভবনের কাছে এসে পৌঁছায় তারপর এক এক করে মনোনয়নপত্র জমা দেন। জানা যায় এই দিন ইংরেজবাজার পৌরসভার ১৩ নম্বর ওয়ার্ডের বিজেপি  প্রার্থী অম্লান ভাদুরি, ৬ নম্বর ওয়ার্ডের বিজেপি প্রার্থী নারায়নী ব্যানার্জি এবং ১১নং ওয়ার্ডের প্রার্থী মধুমিতা স্বর্ণকার, ২২ নম্বর ওয়ার্ডের প্রার্থী বিজেপি বিশ্বজিৎ রায় ১৪ নম্বর ওয়ার্ডের হয়ে ডলি চৌধুরী ঘোষের পাশাপাশি পৌরসভার  নম্বর, ছয় নম্বর এবং এগারও তৃণমূল প্রার্থীরা মনোনয়নপত্র জমা করেন এদিন। এই মর্মে গোটা মালদা শহর জুড়ে এক মিছিলের আয়োজন করা হয়েছিল। মিছিলে দলীয় কর্মীরা বিজেপি ঝান্ডা হাতে অংশ নেয়।

Thank you for reading this post, don't forget to subscribe!

About The Author


Verified by MonsterInsights