বীরভূমের লাল মাটিতে ঐতিহ্যবাহী মামা ভাগ্নের কোলে সম্পন্ন হলো আরাধনার বর্ষবরণ ও সাহিত্য সভা

64b08f56-c41c-4fb9-8a19-6abfe64c6bf2

বটুকৃষ্ণ হালদারঃ বিভিন্ন বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্য দুবরাজপুর, দরবেশ বীরভূমের লাল মাটিতে ঐতিহ্যবাহী মামা ভাগ্নের কোলে স্বপন মুখার্জির উদ্যোগে সুচারুভাবে সম্পন্ন হলো আরাধনার বর্ষবরণ ও সাহিত্য সভা। উপস্থিত ছিলেন জেলার বিশিষ্ট কবি ও সাহিত্যিক ও গুণীজন। উদ্বোধন করেন বিশিষ্ট কবি বলিষ্ঠ বিশ্লেষক দেব কুমার দত্ত মহাশয়। উনাকে সম্মাননা জ্ঞাপন ও স্বাগত ভাষণ দেন আরাধনা পত্রিকার সম্পাদক বিধানচন্দ্র রায় মহাশয়। সঙ্গীত ,নৃত্য ,নাটক ও কবিতা পাঠের মধ্য দিয়ে অনুষ্ঠানটি বর্নময় ও প্রাণবন্ত হয়ে ওঠে। মুখ বইয়ের দৌলতে অনেক তরুণ প্রতিভা আজ সাহিত্যের পরিসরে আসতে পারছে। অনেক নতুন কবিরাও ভালো লিখছেন। এখান থেকে হয়তো আগামী দিনে কেউ কেউ কালজয়ী কবি হয়ে উঠবেনা কে বলতে পারে।

Thank you for reading this post, don't forget to subscribe!

* আমি মহা বিদ্রোহী রণ ক্লান্ত
আমি সেই দিন হব শান্ত”……….

কবিদের কবিতায় উঠে আসুক জীবনযন্ত্রণার কথা। ঝলসে উঠুক অন্যায়-অত্যাচারের বিরুদ্ধে কলম ছড়িয়ে পড়ুক অগ্নিশিখা অন্যায়-অত্যাচারকে পুড়িয়ে নতুন ভাবে বিকশিত হোক সৃষ্টির সংকল্প নিয়ে এগিয়ে চলার পথ। প্রবীনদের সাথে নবীনদের মেলবন্ধনে আমরা সেই আরাধনায় ব্রতী হয়েছি আপনাদের সঙ্গে নিয়ে।

About The Author


Verified by MonsterInsights