মৃন্ময় রায়,মেখলিগঞ্জ: মাথাভাঙ্গা দুই ব্লকের প্রেমেরডাঙ্গা এলাকায় গতকাল রাতে স্বপন মণ্ডলের বারিতে অভিযান চালিয়ে ৯ কেজি ৮০০ গ্রাম আফিম এবং বারি থেকে ৩৩ লক্ষ্য ৪৪ হাজার নগদ টাকা উদ্ধার করে পুলিশ।মাথাভাঙ্গা থানার অতিরিক্ত পুলিশ সুপার সন্দীপ গড়াই বলেন গোপন সূত্রে খবর পেয়ে বুধবার মাথাভাঙ্গা থানার এসডিপিও নেতৃত্বে অভিযান চালিয়ে আফিম ও নগদ টাকা উদ্ধার করা হয়েছে।এলাকায় আফিম ব্যবাসার সাথে জড়িত।আন্তর্জাতিক পাচার চক্রের সাথে জড়িত কিনা খতিয়ে দেখা হচ্ছে।উদ্ধার হওয়া আফিমের মূল্য প্রায় ৪০ থেকে ৫০ লক্ষ্য টাকা।
