রাজেন্দ্র নাথ দত্ত :মুর্শিদাবাদ : মুর্শিদাবাদ জেলার বহরমপুর পৌরসভার কংগ্রেস প্রার্থীদের নিয়ে রাস্তায় নামলেন বহরমপুরের সাংসদ, প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী। মনোনয়নের প্রত্যাহারের শেষদিন শনিবার প্রার্থীদের নিয়ে মুর্শিদাবাদ পুলিশ জেলার আরক্ষাধ্যক্ষের অফিসের সামনে বিক্ষোভ দেখালেন অধীর রঞ্জন চৌধুরী।মনোনয়ন প্রত্যাহার রুখতে রাতভর প্রার্থীদের দলীয় দপ্তরেই রেখেছিল কংগ্রেস। শনিবার দুপুরে মিছিল করে এসপি যান অধীর রঞ্জন চৌধুরী। এসপি অফিসে ঢোকার আগেই শান্তিপূর্ণ নির্বাচনের দাবিতে স্লোগান দেন কংগ্রেস কর্মীরা। কংগ্রেস নেতাদের দাবি ছিল, সব প্রার্থীকে এসপি অফিসে ঢুকতে দিতে হবে। যদিও পরে অনুমতি মেলায় ভেতরে যান সকলেই। এদিন জেলা পুলিশ সুপার কে শবরী রাজকুমারের কাছে সাক্ষাত করেন অধীর রঞ্জন চৌধুরী। আলোচনার পর সন্তোষ প্রকাশ করে অধীর রঞ্জন চৌধুরী বলেন , প্রত্যেকের কথা শুনেছেন পুলিশ সুপার। কী করবেন তিনি জানেন । প্রয়োজনে অনশন, অবস্থান করে আন্দোলনে নামবে কংগ্রেস জানান অধীর রঞ্জন চৌধুরী ।
Thank you for reading this post, don't forget to subscribe!