অনুষ্ঠিত হতে চলেছে গোবরডাঙা নাবিক নাট্যমের নাট্য মিলন উৎসব

6bcccd0a-349c-47da-bec3-7e78370ceade

ইন্দ্রজিৎ আইচঃ গোবরডাঙ্গার ঐতিহ্যবাহী গোবরডাঙা নাবিক নাট্যম ১৯৭৭ সাল থেকে নিয়মিত নাট্য চর্চা করে চলেছে। আগামী ৪ থেকে ৬ ই মার্চ ২০২২ গোবরডাঙা শিল্পায়ন ষ্টুডিও থিয়েটার হলে শুরু হতে চলেছে গোবরডাঙা নাবিক নাট্যমের নাট্য মিলন উৎসব, উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন অভিজিৎ চ্যাটার্জী (EZCC ) হৈমন্তী চট্টোপাধ্যায় (WB State academy) জিতেন্দ্র সিং, সুকুমার মাহাতো (MLA) তাছাড়া ও বিশিষ্ট নাট্য ব্যক্তিত্ব আশীষ চট্টোপাধ্যায়, শ্যামল দত্ত, আশীষ দাস, বুদ্ধদেব ভট্টাচাৰ্য, অভিক ভট্টাচাৰ্য, প্রদীপ রায়চৌধুরী প্রমুখ ব্যক্তিরা। এই দিন প্রথমে মঞ্চস্থ হবে আমতা পরিচয়ের নাটক thank you dadaji, নির্দেশনা ঋতুপর্ণা বিশ্বাস, তারপরই নাবিক নাট্যম মঞ্চস্থ করবে তাঁদের এই বছরের নতুন নাটক   ” অথ বৃষ মঙ্গল কথা”, নাট্যকার কৃষ্ণেন্দু চট্টোপাধ্যায়, নাটকটির সামগ্রিক ভাবনায় ও নির্দেশনায় রয়েছেন জীবন অধিকারী। ৫ ই মার্চ থাকছে পর পর তিনটে নাটক, প্রথমে মুকুলিকা পরিবেশন করবে শ্রুতি নাটক “তাহার নামটি রঞ্জনা”, নির্দেশনা অনিমা দাস, দ্বিতীয় নাটক হরিপাল আশ্রমিকের ” সেলসম্যান”, নির্দেশনা ভাস্কর দাস এবং ও দিনের শেষ নাটক মঞ্চত্ব হবে থিয়েটার জঙ্গল মহলের “সূর্য সন্ধান”, নির্দেশনা সঞ্জয় আচার্য্য, ৬ ই মার্চ প্রথম নাটক করবে হালিশহর ইউনিটি মালঞ্চ নাটক “আত্মকথন”, নির্দেশনা দেবাশীষ সরকার, তারপর খড়দহ থিয়েটার জোন মঞ্চস্থ করবে “কাম ব্যাক বিনোদিনী”, নির্দেশনা তপন দাস এবং শেষে মছলন্দপুর ইমন মাইম সেন্টার পরিবেশন করবে তাঁদের মাইম, নির্দেশনা ধীরাজ হওলাদার। নাবিকের কর্ণধার জীবন অধিকারী জানান এই উৎসব গোবরডাঙার একটি উল্লেখ যোগ্য উৎসব। দর্শক অধীর আগ্রহে অপেক্ষা করে থাকেন এই নাট্য উৎসব দেখার জন্য। দর্শকদের উপচে পড়া ভিড় এই মিলন কে সাফল্য মন্ডিত করে তুলবে আসা করা যায়। সরকারী স্বাস্থ্য ও কোভিড নিয়ম মেনে এই উৎসব হবে।

Thank you for reading this post, don't forget to subscribe!

About The Author


You may have missed

Enable Notifications OK No thanks
Verified by MonsterInsights