নদীয়া জেলার অন্তর্গত করিমপুর বিধানচন্দ্র শিশু উদ্যান

c3f3404c-f2d6-465f-ae2c-2a0b213b9add

নদিয়ার করিমপুর থেকে বিশ্বজিৎ রায়ঃ নদীয়া জেলার অন্তর্গত করিমপুর বিধানচন্দ্র শিশু উদ্যানের করুণ অবস্থা শিশু উদ্যান টি ভগ্নপ্রায় শিশুদের খেলনা গুলো প্রায় সম্পূর্ণ ভাঙ্গা এছাড়া পার্কের ভেতরের পরিবেশ অস্বাস্থ্যকর জংলা আগাছায় ভর্তি প্রায় উদ্যান প্রবেশের মুখেও একই চিত্র পরিলক্ষিত হয় এরই মধ্যে দিয়ে ঝুঁকি নিয়ে আমরা দুজন শিশুকে দোলনায় দুলতে দেখি এরকম চলতে থাকলে দুর্ঘটনা ঘটে যেতে পারে উক্ত বিষয়ে বিভাগীয় কর্মকর্তাদের কোনো হেলদোল নেই ।

Thank you for reading this post, don't forget to subscribe!

About The Author


Verified by MonsterInsights