গোপাল বিশ্বাস-নদীয়া- নদীয়ায় আবারো দিনে দুপুরে টাকা ছিনতাইয়ের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ল নদীয়ার শান্তিপুরে। এবারে ষাটোর্ধ এক অবসরপ্রাপ্ত অধ্যাপকের হাত থেকে টাকার ব্যাগ ছিনতাই করে চম্পট দিলে দুষ্কৃতীরা। এমনই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার নদীয়ার শান্তিপুরের অন্যতম জনবহুল এলাকা ডাকঘর মোড় সংলগ্ন একটি রাষ্ট্রত্ত্ব ব্যাংকের সামনের । জানা যায় অতীন্দ্রনাথ ভট্টাচার্য নামক ঐ অবসরপ্রাপ্ত অধ্যাপক তিনি বৃহস্পতিবার দুপুর আনুমানিক ১ টা নাগাদ ব্যাংক থেকে টাকা তুলে প্রথমে ওষুধ কেনেন, এরপর ফলের দোকান থেকে ফল কেনেন, তার হাতে রাখা ব্যাগের মধ্যে ছিল এক লক্ষ কুড়ি হাজার টাকা। হঠাৎই পেছন দিক দিয়ে ২ যুবক একটি কালো মোটরবাইক করে এসে তার হাত থেকে ব্যাগটি ছিনিয়ে নিয়ে চম্পট দেয়। দুপুর হবার কারনে রাস্তাঘাটও ছিলো কিছুটা ফাঁকা, যার কারণে ঘটনাস্থল ছেড়ে পালাতে সুবিধা হয়েছে দুষ্কৃতীদের। জানা যায় ওই অধ্যাপকের বাড়ি শান্তিপুরেই, তিনি কালিম্পং এ কর্মরত ছিলেন। যদিও এই ঘটনা ঘটার পরে শান্তিপুর থানার দ্বারস্থ হন অধ্যাপক, এরপর একটি লিখিত অভিযোগ দায়ের করেন। অন্যদিকে অভিযোগের ভিত্তিতে ইতিমধ্যে তদন্ত শুরু করেছে শান্তিপুর থানার পুলিশ। উল্লেখ্য সম্প্রতি কিছুদিন ধরেই শান্তিপুর থানা এলাকায় ঘটছে একের পর এক চুড়ি এবং ছিনতাই এর ঘটনা। শহর এর বিভিন্ন এলাকায় রয়েছে সিসিটিভি, থাকে পুলিশের ২৪ ঘন্টা কড়া নজরদারি, কিন্তু এতো কিছুর পরও চলছে চুরি, ছিনতাই চলছে দুস্কৃতি দের দৌরাত্ম। আর শহরের অন্যতম গুরুত্বপূর্ণ এলাকায় এদিনের এই ঘটনায় নতুন করে শহরের নিরাপত্তার দিকেই যে একটা বড় প্রশ্ন চিহ্ন তুলে দিলো তা বলাই বাহুল্য।
Thank you for reading this post, don't forget to subscribe!