সুমিত ঘোষ,মালদা: যাদবপুর বিশ্ববিদ্যালয়ে শিক্ষা মন্ত্রী ব্রাত্য বসু ও অন্যান্য অধ্যাপকদের ওপর আক্রমণের প্রতিবাদ জানিয়ে মালদায় আন্দোলনে নামল তৃণমূল ছাত্র পরিষদ,শিক্ষা বন্ধু এবং ওয়েবকুপা সংগঠনের অধ্যাপক অধ্যাপিকারা। এই মর্মে যৌথভাবে সোমবার দুপুরে গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে শহর জুড়ে ধিক্কার মিছিলের আয়োজন করা হয়েছিল। এদিন এই ধিক্কার মিছিলের মধ্যে দিয়ে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ঘটনার তীব্র প্রতিবাদ জানানো হয়।