নদীয়ায় সকল ব্লকে বিজেপির অবস্থান বিক্ষোভ ও ডেপুটেশন কর্মসূচী


গোপাল বিশ্বাস-নদীয়া- কলকাতার আরজি করেন নৃশংস ঘটনায় সারা রাজ্যের পাশাপাশি বুধবার নদীয়া জেলা জুড়ে সমষ্টি উন্নয়ন আধিকারিক দপ্তরে অবস্থান-বিক্ষোভ ও ডেপিটেশন কর্মসূচি পালন করে বিজেপি। এদিন নবদ্বীপ মহেশগঞ্জ, কৃষ্ণনগর, শান্তিপুর ফুলিয়া, সহ জেলার বিভিন্ন সমষ্টি উন্নয়ন আধিকারিক দপ্তরে অবস্থান-বিক্ষভ ও ডেপিটেশন কর্মসূচি পালন করে বিজেপির তরফে। অবস্থান বিক্ষোভের মধ্য দিয়ে বিজেপি কর্মী সমর্থকদের দাবি, আরজি করে নারকীয় ঘটনায় শুধু একজন নয় একাধিক ব্যক্তি জড়িত রয়েছে। প্রথম থেকেই তদন্তের নথি লোপাট করেছে রাজ্য পুলিশ, সেই কারণে সিবিআই এর তদন্ত করতে অনেকটাই অসুবিধার মুখে পড়তে হচ্ছে। রাজ্য পুলিশ যদি সহযোগিতা করত তাহলে এতদিনে এই ঘটনার মূল দোষীরা ধরা পড়তো এবং তারা শাস্তিও পেত। আর নতুন করে যে আইন পাস করার চেষ্টা করছে তৃণমূল সেই আইন আগেই ছিল। তৃণমূলের নেতা নেতৃত্বদের আড়াল করার জন্যই এই আইন পাস করার চেষ্টা করছে রাজ্য সরকার।

নদিয়ার শান্তিপুর ফুলিয়ায় বিজেপির এই বিক্ষোভ কর্মসূচী চলে প্রায় ঘন্টাখানেক সময় ধরে, পরে তারা বিডিও কে একটি ডেপুটেশন জমা দেয়। একই ছবি দেখা যায় নদীয়ার কৃষ্ণ নগরের রোড স্টেশন এলাকার বিডিও অফিসেও। কয়েক ধাপ এগিয়ে নবদ্বীপের বিজেপির তরফে বেলা আনুমানিক একটায় শুরু করে নবদ্বীপ ব্লকের মহেশগঞ্জ বিডিও অফিসে র সামনে বিক্ষোভ ও ডেপুটেশন কর্মসূচী যা চলে টানা বিকেল প্রায় চারটে পর্যন্ত। আর এখানেও নবদ্বীপের বিডিও র কাছে বিজেপির তরফে একটি ডেপুটেশন দেওয়া হয়,বিজেপির তরফে, বিজেপির নদীয়া দক্ষনিনের সাধারণ সম্পাদিকা অপর্ণা নন্দী জানান, রাজ্য জুরে দলের নির্দেশে এই কর্মসূচী পালিত হলো, আমরা বিডিও সাহেবকে আমাদের দাবী জানিয়েছি তিনিও আশ্বাস দিয়েছেন আমাদের দাবীর কথা ও ডেপুটেশন এর কপি তার উর্দ্ধতন কতৃপক্ষের কাছে পাঠাবেন, তিনি আরও জানান আজ আমরা যেমন তিলোত্তমার বিচার সহ আমাদের যে দাবী, দফা এক দাবী এক মূখ্য মন্ত্রীর পদত্যাগ এর দাবী রেখেছি এছাড়াও আরও বহু বিষয়ে তার কাছে অভিযোগ জানিয়েছি, এদিন মোট ১২ দফা দাবী নিয়েই আমরা ডেপুটেশন দিয়েছি, যেখানে আবাশ যোজনা থেকে শুরু করে সকল সরকারি প্রকল্পে শাসক দল যে ভাবো স্বজন পোষণ করছে, তারও বিরুদ্ধে আমরা ডেপুটেশন দিয়েছি, পাশাপাশি তিনি আরও বলেন আমাদের দাবী পুরন না হলে আগামী দিনে আরও বৃহত্তর আন্দোলনের পথে আমরা হাটবো। এদিনের কর্মসূচীতে উপস্থিত ছিলেন বিজেপির জেলা, রাজ্য সহ নবদ্বীপ বিধান সভা এলাকার একাধিক নেতৃত্ব ও অসংখ্য কর্মীসমর্থক।

About The Author


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights