জলপাইগুড়িঃ রাজ্য নমঃশূদ্র ওয়েলফেয়ার বোর্ডের আর্থিক সহায়তায় শিলান্যাস হলো কমিউনিটি হলের । বৃহস্পতিবার জলপাইগুড়ি সদর ব্লকের বোয়ালমারী নন্দনপুর গ্রাম পঞ্চায়েতের অধীনস্থ প্রভাত গ্রন্থাগারে রাজ্য নমঃশূদ্র ওয়েলফেয়ার বোর্ডৈর চেয়ারম্যান মুকুল বৈরাগ্য এবং অল ইন্ডিয়া নমঃশূদ্র বিকাশ পরিষদের মেম্বার সঞ্জীবন মন্ডল কমিউনিটি হলটির শুভ শিলান্যাস করেন । এদিন নমঃশূদ্র ওয়েলফেয়ার বোর্ডের চেয়ারম্যান মুকুল বৈরাগ্য বলেন নমঃশূদ্র ওয়েলফারে বোর্ডৈর সাড়ে তিন লাখ টাকার আর্থিক সহায়তায় প্রভাত গ্রন্থাগারে একটি ভবন নির্মাণ করার জন্য ভিত্তিপ্রস্তর স্থাপন করা হলো। তিনি আরো বলেন এই ভবনটি নির্মাণ হলে এলাকার সর্বস্তরের সাধারণ মানুষরা উপকৃত হবেন। এদিন প্রভাত গ্রন্থাগারে কর্মকর্তারা এইরূপ আর্থিক সাহায্য পেয়ে ভীষণ খুশি। এবং ধন্যবাদ জানিয়েছেন রাজ্য নমঃশূদ্র ওয়েলফেয়ার বোর্ডকে, তৎসঙ্গে ধন্যবাদ জানিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে। উপস্থিত ছিলেন রাজ্য নমঃশূদ্র ওয়েলফেয়ার বোর্ডের চেয়ারম্যান মুকুল বৈরাগ্য ,নমসুদ্র ওয়েলফেয়ার বোর্ডের কেন্দ্রীয় কমিটির সদস্য সঞ্জীবন মন্ডল, ভীম চন্দ্র সরকার ,রবীন্দ্রনাথ সরকার, জগবন্ধু সরকার , প্রভাত গ্রন্থাগারের সভাপতি রতন রায়, রাজেন্দ্র প্রসাদ মল্লিক সহ অন্যান্যরা।
Thank you for reading this post, don't forget to subscribe!