পার্ক হোটেলে অনুষ্ঠিত হলো ষষ্ঠ ইস্টার্ন ইন্ডিয়া মাইক্রোফিন্যান্স সামিট ২০২২


ইন্দ্রজিৎ আইচঃ ছোট স্বনির্ভর শিল্প ও কুটির শিল্পকে বাড়াতে ও তাদের ব্যাবসার উন্নতি সাধনে আজ ২১ এ এপ্রিল ২০২২ বৃহস্পতিবার পার্ক হোটেলে সকাল থেকে বিকেল পর্যন্ত অনুষ্ঠিত হলো ষষ্ঠ ইস্টার্ন ইন্ডিয়া মাইক্রো ফিন্যান্স সামিট ২০২২। উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বন্ধন ব্যাংকের চেয়ারম্যান চন্দ্রশেখর ঘোষ, সংস্থার চেয়ারপার্সেন অজিত কুমার মাইতি, জিজি মেমেন, স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া জি এম সুজয় কুমার যাদব প্রমুখ ব্যক্তিবর্গ। এই উপলক্ষে আজ এক সাংবাদিক সম্মেলনে সংস্থার ভাইস প্রেসিডেন্ট প্রণব রক্ষিত জানালেন ছোটো শিল্পগুলোকে ৪৫ টি সংস্থা লোন দেয় এমন কিছু মাইক্রো ফাইন্যান্স এই বাংলায় রয়েছে। এই মুহূর্তে এক কোটি পরিবারে লোন চলছে আমাদের ৪৫ টি সংস্থার। বিভিন্ন পরিবারের ৪০ হাজার মানুষের কর্ম সংস্থান হয়েছে। সাংবাদিক সম্মেলনে সংস্থার সহকারী সম্পাদক গণেশ চন্দ্র মোদক জানালেন এই মুহূর্তে ৪৬ কোটি টাকা সারা পশ্চিমবঙ্গে লগ্নি হয়েছে গত ১০ বছরে।
কোভিডের কারণে গত ২ বছর ছোটো ব্যাবস্থাগুলোর খুব ক্ষতি হয়েছে আর্থিক ভাবে। সংস্থার আরো এক এম ডি অলক বিশ্বাস জানালেন শহরে যাদের আয় ২ লক্ষ টাকার কম ও গ্রামে এক লক্ষ ষাট হাজারের কম তাদের মূলত এই ঋণ দেয় মাইক্রো ফিন্যান্স। মাইক্রো ফিন্যান্স সামিট ২০২২ এর আর এক আয়োজক (সত্য মাইক্রো ক্যাপিটাল)-এর এম ডি বিবেক তেওয়ারী জানালেন আজ এই সামিট এ বিভিন্ন মাইক্রো ফিন্যান্স-এর কর্ম কর্তারা উপস্থিত ছিলেন । কুটির শিল্প ও প্রান্তিক শিল্পর ব্যবসার সাথে যুক্ত ব্যক্তিরা এই সামিটে অংশ নিয়ে ছিলেন। যারা নতুন ব্যাবসা কথা ভাবছে, লোন নেবেন খুব কম সুদে ভাবছেন আবার কি ধরণের ব্যাবসা করবেন, কোন টায় লাভ বেশি এই সব এই সামিটে আলোচিত হয়।

Thank you for reading this post, don't forget to subscribe!

About The Author


Verified by MonsterInsights