প্রচারে ঝড় তুললেন মালদা জেলা পরিষদের ৩২ নম্বর আসনের তৃণমূল কংগ্রেস প্রার্থী


মালদা: গ্রাম পঞ্চায়েত এবং পঞ্চায়েত সমিতির প্রার্থীদের নিয়ে রবিবাসরীয় প্রচারে ঝড় তুললেন মালদা জেলা পরিষদের ৩২ নম্বর আসনের তৃণমূল কংগ্রেস প্রার্থী লিপিকা বর্মন ঘোষ। এছাড়াও এদিন উপস্থিত ছিলেন ইংলিশ বাজার পঞ্চায়েত সমিতির ২৭ নম্বর আসনের তৃণমূল কংগ্রেস প্রার্থী সুবীর দাস। রবিবার মালদার ইংলিশবাজার ব্লকের যদুপুর এক নম্বর গ্রাম পঞ্চায়েতের মহারাজপুর এলাকা থেকে এই নির্বাচনি মিছিল শুরু হয়ে নরেন্দ্রপুর, ব্যাসপুর, মধুঘাট সহ বিভিন্ন এলাকা পরিক্রমা করে। এছাড়াও এদিন এই নির্বাচনী মিছিলে উপস্থিত ছিলেন মালদা জেলা তৃণমূল কংগ্রেসের কার্যকরি সভাপতি সুমলা আগরওয়াল। জানা যায় এদিন এই নির্বাচনী প্রচারে কয়েক হাজার দলীয় কর্মী অংশ নিয়েছিল। মালদা জেলা পরিষদের ৩২ নম্বর আসনের প্রার্থী লিপিকা বর্মন ঘোষ প্রত্যেক দ্বারে দ্বারে পৌঁছে গিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে উন্নয়নমূলক প্রকল্পের কথাগুলি তুলে ধরেন এবং বিপুল ভোটের ব্যবধানে, জয়যুক্ত করার আহ্বান জানান।

Malda: Trinamool Congress candidate Lipika Barman Ghosh from seat number 32 of Malda Zilla Parishad created a storm in the Sunday campaign with the candidates of Gram Panchayat and Panchayat Samiti. Trinamool Congress candidate Subir Das of English Bazar Panchayat Samiti seat number 27 was also present on this day. On Sunday, this election procession started from Maharajpur area of ​​Jadupur number one village panchayat of Englishbazar block of Malda and went around various areas including Narendrapur, Byaspur, Madhughat. Malda district Trinamool Congress working president Sumla Agarwal was also present in this election rally. It is known that thousands of party workers participated in this election campaign. Lipika Barman Ghosh, candidate for seat number 32 of Malda Zilla Parishad went door-to-door to highlight the developmental projects led by Chief Minister Mamata Banerjee and called for victory by a huge margin.

About The Author


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights